চিকিৎসা ক্ষেত্রেও এগিয়ে বাংলা, রোগী পরিষেবায় কোন নজির SSKM-র?

বছরে এক কোটি রোগীকে চিকিৎসা পরিষেবা দেয় পিজি হাসপাতাল। পরিসংখ্যান বলছে, পিজি হাসপাতালে এখন দিনে উপকৃত রোগীর সংখ্যা গড়ে ৩০ হাজারের বেশি। বাংলার মেডিক্যাল কলেজগুলোর আউটডোর, ইন্ডোর, ইমার্জেন্সি, রোগপরীক্ষাকেন্দ্র সহ বিভিন্ন জায়গা থেকে কত মানুষ উপকৃত হলেন, তা নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা করে স্বাস্থ্যদপ্তর। প্রতিদিন র‌্যাঙ্কিং প্রকাশিত হয়। গোটা বছর যাবৎ অভ্যন্তরীণ র‌্যাঙ্কিংয়ে পিজি একনম্বরে! কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলের লড়াই চলে। উপকৃত রোগীর সংখ্যার নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পিজির তুলনায় বহু পিছনে।

May 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Sanat Kr Sinha

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছরে এক কোটি রোগীকে চিকিৎসা পরিষেবা দেয় পিজি হাসপাতাল। পরিসংখ্যান বলছে, পিজি হাসপাতালে এখন দিনে উপকৃত রোগীর সংখ্যা গড়ে ৩০ হাজারের বেশি। বাংলার মেডিক্যাল কলেজগুলোর আউটডোর, ইন্ডোর, ইমার্জেন্সি, রোগপরীক্ষাকেন্দ্র সহ বিভিন্ন জায়গা থেকে কত মানুষ উপকৃত হলেন, তা নিয়ে অভ্যন্তরীণ সমীক্ষা করে স্বাস্থ্যদপ্তর। প্রতিদিন র‌্যাঙ্কিং প্রকাশিত হয়। গোটা বছর যাবৎ অভ্যন্তরীণ র‌্যাঙ্কিংয়ে পিজি একনম্বরে! কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলের লড়াই চলে। উপকৃত রোগীর সংখ্যার নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী পিজির তুলনায় বহু পিছনে।

বাংলার ২৪টি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ৪টি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, সবমিলিয়ে ২৮টি চিকিৎসা পরিষেবা সংক্রান্ত প্রতিষ্ঠানের পরিসংখ্যান প্রতি দিন নথিবদ্ধ করে স্বাস্থ্যদপ্তর। আউটডোর, ইন্ডোর ইমার্জেন্সি, ল্যাব রিপোর্ট, ছুটি এবং কত মানুষ বিনা পয়সায় ওষুধ পান, সামগ্রিকভাবে মোট পাঁচটি বিষয়ের ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হয়।

১ বছর আগে ২০২৪ সালের ৩ মে এই ৫টি বিষয় মিলিয়ে পিজি থেকে উপকৃত হয়েছিলেন ২৯ হাজার ২৫৮ জন রোগী। এ বছরের ২ মে’র দিন পিজি থেকে উপকৃত হয়েছেন ৩১ হাজার ৬০২ জন রোগী।
দ্বিতীয় স্থানে কলকাতা মেডিক্যাল কলেজ, চিকিৎসা পরিষেবা পেয়েছেন ১৫ হাজার ৮৭৬ জন রোগী। তৃতীয় স্থানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। চিকিৎসা পেয়েছেন ১৪ হাজার ৮০৫ জন রোগী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen