SSKM-এ চালু হল উডবার্ন-২ ‘অনন্য’, বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: কলকাতার এসএসকেএম হাসপাতাল পেল নতুন উপহার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন হাসপাতালের দ্বিতীয় উডবার্ন ওয়ার্ড ‘অনন্য’। ১০ তলা এই ভবনে থাকছে ১০২টি কেবিন, ৮টি স্যুইট, ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ব্লক ও অত্যাধুনিক রোবোটিক সার্জারির ব্যবস্থা। সরকারি হাসপাতালে এই প্রথম এমন প্রযুক্তি ব্যবহৃত হবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

উদ্বোধনী মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেসরকারি হাসপাতালকেও টেক্কা দেবে এসএসকেএম-এর নতুন উডবার্ন ওয়ার্ড। এখানে স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে। খুব কম খরচে বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানের মতো সব পরিষেবা দেওয়া হবে।”

রাজ্যের স্বাস্থ্য খাতে পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী এদিন জোর দেন। তিনি জানান, স্বাধীনতার পর থেকে মেডিক্যাল কলেজে সিট ছিল ১,৩৫৫টি, যা গত কয়েক বছরে বেড়ে হয়েছে ৫,৭০০। ইনস্টিটিউশনাল ডেলিভারির হার ২০১১ সালে যেখানে ছিল প্রায় ৬০ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ শতাংশের ওপরে। ফলে জন্মসার্টিফিকেট পাওয়া এখন অনেক সহজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে দুটি অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে- একটি এসএসকেএমে এবং অন্যটি উত্তরবঙ্গে। প্রায় ১০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে এর জন্য। স্বাস্থ্য বিমায় জিএসটি ছাড়ের দাবিও রাজ্য প্রথম তোলে বলে দাবি করেন তিনি।

১৩১টি কেবিন নিয়ে গড়ে তোলা এই দ্বিতীয় উডবার্ন ওয়ার্ডে ‘অনন্য’ নামে আলাদা অংশ রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য। এখানে থাকছে ২১টি সিসিইউ বেড সহ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের জন্য আরামদায়ক পরিবেশ ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ চিকিৎসা পরিষেবা চালু হবে এই ওয়ার্ডে।

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ব্লকে প্রতিদিন সিঙ্গল কেবিনের ভাড়া ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা। স্যুইটের জন্য দিতে হবে ৮ হাজার, এইচডিইউ-এর জন্য ১২ হাজার এবং আইসিইউ বেডের ভাড়া ১৫ হাজার টাকা প্রতিদিন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুরুতে প্রতিটি শয্যার ভাড়া আরও প্রায় ২ হাজার টাকা বেশি নির্ধারণ করা হয়েছিল। তবে সাধারণ মানুষের কথা ভেবেই সেই ভাড়া কমানো হয়েছে।

শুধু উডবার্ন-২ নয়, এদিন মোট ১৭টি স্বাস্থ্য পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে কলকাতা পুলিশ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ব্লক (ব্যয় ২৫.৭১ কোটি), লি রোডে ৭ তলা ছাত্রাবাস (ব্যয় ২৪.৪৯ কোটি), রেডিওলজি বিভাগে ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন (ব্যয় ৭.৬৪ কোটি), সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম (ব্যয় ৭.৫০ কোটি) সহ আরও বেশ কিছু উদ্যোগ। মোট ব্যয় প্রায় ২১৭ কোটি টাকা।

উৎসবের মরশুমে নতুন এই উডবার্ন ওয়ার্ড চালু হওয়ায় সাধারণ মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় বড় স্বস্তি মিলবে বলেই আশা হাসপাতাল কর্তৃপক্ষের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen