MK Stalin: দিল্লী পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ বিতর্কে মমতার পাশে দাঁড়ালেন স্ট্যালিন
ফেসবুকে এক পোস্টে তিনি এই ভাষাগত অবমাননার নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিবাদ এবং প্রতিরোধের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:৪০: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করে দিল্লী পুলিশের (Delhi Police) বিতর্কিত চিঠি নিয়ে এবার সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। ফেসবুকে এক পোস্টে তিনি এই ভাষাগত অবমাননার নিন্দা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিবাদ এবং প্রতিরোধের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি দিল্লী পুলিশের এক সরকারি চিঠিতে বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” আখ্যা দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) অধীনস্থ এই সংস্থার এই বক্তব্যে দেশ জুড়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে।
এই ঘটনায় প্রথম থেকেই সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তিনি এটিকে বিজেপির (BJP) বাঙালি-বিরোধী (anti-Bengali) রাজনীতিরই ধারাবাহিকতা বলে ব্যক্ত করেছেন।
এই প্রেক্ষাপটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে লিখেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লী পুলিশ বাংলাকে “বাংলাদেশি ভাষা” বলে জাতীয় সঙ্গীত (National Anthem) যে ভাষায় লেখা হয়েছিল, তাকে অপমান করেছে। অহিন্দি ভাষাগুলির উপর এই হামলার মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি এই আক্রমণের জবাব না দিয়ে ছাড়বেন না”