আসছে ‘গোধূলি আলাপ’ – খারাপ টিআরপির জন্য বন্ধ হয়ে যাবে এই সিরিয়াল

‘কাকু’র বয়সী অ্যাডভোকেট অরিন্দমের সঙ্গে ভাগ্যের পরিহাসে সাতপাকে বাঁধা পড়বে বহুরূপী নোলক। দু’জনের বয়সের ফারাক বিস্তর। কেমন হবে এই অসম বয়সের সম্পর্কের সমীকরণ? সেটাই দেখানো হবে ‘গোধূলী আলাপ’-এ।

March 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেতা কৌশিক সেন। তাঁর চরিত্রের নাম অরিন্দম। পেশায় তিনি অ্যাডভোকেট। মাঝবয়সী এই দাপুটে মানুষটা ভাগ্যের পরিহাসে বাঁধা পড়েন মৌড়িগ্রামের অল্পবয়সী মেয়ে বহুরূপী নোলকের সঙ্গে। নোলকের ভূমিকায় অভিনয় করেছেন সোমু সরকার।

নতুন এই ধারাবাহিকের দিনক্ষণ ঘোষণা হল। আগামী ২১ মার্চ, সোম থেকে রবি বিকেল সাড়ে ৫টায় সম্প্রচারিত হবে ‘গোধূলি আলাপ’। সিরিয়ালে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে কৌশিক সেনের রোম্যান্স ফুটে উঠবে। যা নিয়ে রীতিমতো হইচই কাণ্ড। ‘কাকু’র বয়সী অ্যাডভোকেট অরিন্দমের সঙ্গে ভাগ্যের পরিহাসে সাতপাকে বাঁধা পড়বে বহুরূপী নোলক। দু’জনের বয়সের ফারাক বিস্তর। কেমন হবে এই অসম বয়সের সম্পর্কের সমীকরণ? সেটাই দেখানো হবে ‘গোধূলী আলাপ’-এ।

ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। প্রসঙ্গত, বিকেল ৫.৩০-এর এই প্লটে সম্প্রচারিত হত ‘বরণ’ ধারাবাহিক। ২০২১ সালের ৫ এপ্রিল থেকে শুরু হয়েছিল এই নতুন ধারাবাহিকটি। একদম নতুন দুই মুখ সুস্মিত মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী পালকে নিয়ে। তবে শুরুতে তিথি আর রুদ্রিককে নিয়ে মাতামাতি হলেও, গল্পের প্লট সেভাবে জমেনি। তাই তো রাত ৮টার স্লট থেকে এটিকে সরিয়ে নিয়ে আসা হয় বিকেল ৫.৩০-এ। তখন ‘বরণ’-এর জায়গা নেয় ‘ধুলোকণা’।

আগে থেকেই আঁচ মিলেছিল, বন্ধ হয়ে যাবে ‘বরণ’। চলতি মাসের মাঝামাঝি সময়ে শ্যুট শেষ হয়ে যাবে ‘বরণ’-এর। ২০ মার্চ শেষ সম্প্রচারণ। এবার ‘গোধূলি আলাপ’-এর নাম টাইম স্লট ঘোষণা হতেই তা স্পষ্ট। চ্যানেলে চ্যানেলে এবার নতুন ধারাবাহিকের ঢল। জোরদার টক্কর হবে টিআরপি রেটিং-এ!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen