SSC পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত পরিবহণের ব্যবস্থা করল রাজ্য

নয় বছর অপেক্ষার পর অবশেষে আজ, রবিবার, অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি নিয়োগ পরীক্ষা (SSC Exam)।

September 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৫: নয় বছর অপেক্ষার পর অবশেষে আজ, রবিবার, অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি নিয়োগ পরীক্ষা (SSC Exam)। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে চলেছেন হাজার-হাজার চাকরিপ্রার্থী। পরীক্ষা শুরুর সময় সকাল ১০টা, তাই পরীক্ষার্থীদেরকে এই সময়ের মধ্যে নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। তাঁদের যাতায়াত যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে রাজ্যের পরিবহণ দপ্তর (Transport Department) এবং মেট্রো রেল কর্তৃপক্ষ (Metro Railway Authority) বিশেষ ব্যবস্থা নিয়েছে।

সাধারণত রবিবার বাস ও মেট্রোর সংখ্যা কম থাকে, কিন্তু পরীক্ষার দিন এই নিয়মে করা হয়েছে ব্যতিক্রম। রাজ্যের পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল থেকেই রাস্তায় নামানো হবে অতিরিক্ত বাস। পাশাপাশি, শেষ মুহূর্তে বদল করা হয়েছে মেট্রোর সময়সূচিও। আগে জানানো হয়েছিল, মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার সকাল থেকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে।

এছাড়াও, গ্রিন লাইন (Green Line) অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে সাধারণত রবিবার মেট্রো বন্ধ থাকলেও, পরীক্ষার দিন বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লাইনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেট্রো চলবে, তবে প্রতি ১৫ মিনিট অন্তর একটি ট্রেন থাকবে।

পরিবহণ দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কোনোরকম অসুবিধা যাতে না হয়, তা নিশ্চিত করতে তাঁরা বিশেষভাবে নজর রাখবেন। প্রয়োজনীয় সংখ্যক বাস রাস্তায় নামানো ছাড়াও, নিরাপত্তা এবং যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন স্টেশনে অতিরিক্ত কর্মী মজুদের পরিকল্পনাও করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen