উত্তরবঙ্গের বিপর্যয়ে ‘অতিসক্রিয়’ রাজ্য বিজেপি, জলমগ্ন কলকাতার ‘ভুল’ থেকে শিক্ষা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:৪৭: ১২ দিন আগে জলমগ্ন কলকাতার দুর্যোগে নিষ্ক্রিয় ভূমিকার জন্য সমালোচিত হওয়ার পর, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে ‘অতিসক্রিয়’ হল রাজ্য বিজেপি। রবিবার দুপুর থেকেই পাহাড় ও ডুয়ার্সে ত্রাণ ও উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, কলকাতায় সময়মতো পাশে না দাঁড়িয়ে যে সুযোগ হাতছাড়া হয়েছিল, এবার তা পুষিয়ে নিতে মরিয়া বিজেপি।
কলকাতায় টানা বৃষ্টিতে শহর জলমগ্ন হলেও রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের দেখা যায়নি দুর্গতদের পাশে। সমালোচকদের অভিযোগ, মানবিক সহায়তার বদলে নেতারা সীমাবদ্ধ ছিলেন সাংবাদিক সম্মেলন ও সামাজিক মাধ্যমে পোস্টে। শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীর মতো নেতারা বরং সরকার ও পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলে সমালোচনায় সরব হন।
অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি খারাপ হতে না হতেই সক্রিয় হন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা। তাঁর কাছ থেকে তথ্য নিয়ে রাজ্য নেতৃত্বও মাঠে নামে। বিজেপির নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। পশ্চিমবঙ্গে দলের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিপ্লব দেবও রবিবার দুপুর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত হন।
উল্লেখ্য, শনিবার রাতভর বৃষ্টির জেরে রবিবার সকালেই বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড় ও ডুয়ার্স। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক এলাকা প্লাবিত হয়। প্রাণহানির খবরও আসে বিভিন্ন জায়গা থেকে। এই পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক শক্তি ও উত্তরবঙ্গে তাদের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে দ্রুত তৎপরতা দেখিয়েছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই উত্তরবঙ্গে সক্রিয় হয়েছে বিজেপি। ২৬শে জানুয়ারির নির্বাচনী প্রস্তুতির প্রেক্ষিতে এই তৎপরতা দলীয় কৌশলের অংশ বলেও মনে করছেন অনেকে।