লক্ষ্য কর্মসংস্থান, কারিগরি শিক্ষায় জোর রাজ্যের

তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বৃত্তিমূলক বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার

January 30, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

 ছবি সৌজন্যঃ টিইউভি রেইনল্যান্ড

তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বৃত্তিমূলক বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার উপর বিশেষ জোর দিয়েছে রাজ্য সরকার। প্রশিক্ষণ প্রাপকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বিভিন্ন সংস্থাকে ডেকে এনে জেলাভিত্তিক কর্মসূচি নেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি সংস্থাকে এনে ক্যাম্পাসিং করা হচ্ছে শিক্ষার্থীদের কাজ দেওয়ার জন্য। কিন্তু সরকারের এত সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি অনুদানে চলা এক শ্রেণির কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকদের অনীহার জন্য শিক্ষার্থীরা কারিগরি প্রশিক্ষণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন, এমন আশঙ্কা তৈরি হচ্ছে। কারিগরি শিক্ষাদপ্তরের ডিরেক্টরেটের জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তি থেকে এই বিষয়টি উঠে আসছে। চারশোর বেশি বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের (ভিটিসি) কাছে ওই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ে উত্তর না পেলে রাজ্য কড়া পদক্ষেপ নেবে বলে জানাননো হয়েছে।

গত ২০ জানুয়ারি তারিখের ওই বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার মতো প্রয়োজনীয় উপকরণ আছে কি না, তা জানাতে ডিসেম্বর ও জানুয়ারিতে তিনবার বার্তা পাঠানো হয়েছিল ওই সব ভিটিসিকে। প্রয়োজনীয় উপকরণ ভিটিসিতে  পাঠানোর ব্যবস্থা করতেই এই বার্তা পাঠানো হয়। পাঁচ ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণের উপকরণ সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। এগুলি হল-আমিন সমীক্ষা, বিদ্যুতের ওয়ারিং ও মোটর মেরামতি, দুই-তিন চাকার যানবাহনের মেরামতি, কৃষি উপকরণ ও ডিজেল পাম্প মেরামতি, কাঠের আসবাবপত্র তৈরির উপকরণ। এই সব বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে কাজের প্রচুর সুযোগ রয়েছে বলে মনে করা হয়। এই ঘটনায় কারিগরি শিক্ষাদপ্তর যে বেশ ক্ষুব্ধ, তার ইঙ্গিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। জানুয়ারি মাসের মধ্যে বার্তা না পেলে ওই সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করে দেওয়া হতে পারে, এমন কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, এটা হলে বঞ্চিত হবেন শিক্ষার্থীরা। তাঁরা কর্মসংস্থানের সুযোগ হারাবেন। এক শ্রেণির ভিটিসি-র পরিচালকরা প্রতিষ্ঠান চালাতে যে আগ্রহী নন, বিজ্ঞপ্তিতে সাড়া না দেওয়ায় সেটাই প্রমাণিত হচ্ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen