স্বাধীনতা দিবসের পর জন্মাষ্টমীতেও ছুটি ঘোষণা রাজ্য সরকারের

শনিবার রাজ্যের সব সরকারি দপ্তর, বোর্ড, পুরসভা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে প্রতিটি দপ্তরের সচিবদের কাছে।

August 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৫: ১৫ আগস্ট, শুক্রবার স্বাধীনতা দিবসের ছুটি। তার পরদিন শনিবার, ১৬ আগস্ট পড়েছে জন্মাষ্টমী। নিয়ম অনুযায়ী ওইদিন সরকারি দপ্তরে অর্ধদিবস কাজ হওয়ার কথা থাকলেও, রাজ্য সরকার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার নবান্ন থেকে অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার রাজ্যের সব সরকারি দপ্তর, বোর্ড, পুরসভা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে প্রতিটি দপ্তরের সচিবদের কাছে।

প্রতি বছরই NI অ্যাক্ট অনুসারে জন্মাষ্টমী সরকারি ছুটি হিসেবে পালিত হয়। তবে প্রয়োজনের ভিত্তিতে জরুরি পরিষেবার কিছু দপ্তরে সীমিত কাজ চলে। এ বছরও শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে সেই ছুটি বহাল রাখা হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মী মহলে খুশির আমেজ। টানা তিন শুক্র, শনি এবং রবি ছুটি উপভোগ করতে পারবেন কর্মচারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen