এবার বাড়িতেই পৌঁছে যাবে সবুজ সাথী সাইকেল

বিডিও, এসডিও এবং অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দপ্তরের অফিসাররা সেগুলি পড়ুয়াদের হাতে তুলে দেবেন।

December 1, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

এখনও বেলাগাম করোনা। আপাতত খুলছে না স্কুল-কলেজ। কিন্তু ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিলির কাজ ফেলে রাখতে রাজি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দেরি না করে পড়ুয়াদের বাড়িতেই তা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। রবিবার এমনই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এ ব্যাপারে ব্লক ও মহকুমা প্রশাসনের কর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে নবান্ন।

জেলা সফরের ঠাসা কর্মসূচিতে এখন ব্যস্ত মুখ্যমন্ত্রী। তার মধ্যে কোথাও কোথাও তিনি নিজেই ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেবেন। বাকি সাইকেল বিলি করবেন ব্লক ও মহকুমা প্রশাসনের কর্তারা। এবং তা সরাসরি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চলতি বছরের তালিকা তৈরির কাজ সম্পূর্ণ। প্রাপক পড়ুয়ার সংখ্যা প্রায় ১২ লক্ষ। মুখ্যমন্ত্রী চান, জানুয়ারির মধ্যে সাইকেল বিলির প্রক্রিয়া সেরে ফেলতে।

ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে ‘সবুজসাথী’ প্রকল্প মমতার ‘মাস্টার স্ট্রোক’। ২০১৫-’১৬ অর্থবর্ষে তা চালু হয়। রাজ্যের প্রতিটি সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি এই প্রকল্পের অন্তর্ভুক্ত। নবম শ্রেণীতে উঠলেই সাইকেল পায় পড়ুয়ারা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮৫ লক্ষের বেশি সাইকেল বিলি করা হয়েছে। এবার টার্গেট ১২ লক্ষ। সেটা সম্পূর্ণ হলে রাজ্যের প্রায় এক কোটি পড়ুয়া ‘সবুজসাথী’ প্রকল্পের সুফল পাবে। সাইকেল পাওয়ায় সবচেয়ে বেশি উপকৃত হয়েছে প্রত্যন্ত এলাকার পড়ুয়ারা। তাদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ বেড়েছে। কমেছে স্কুল-ছুটেরও সংখ্যাও।

মমতার স্বপ্নের এই প্রকল্প শুধু রাজ্যেই নয়, দেশ-বিদেশেও প্রশংসা কুড়িয়েছে। পুরস্কৃত হয়েছে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে। পশ্চিমবঙ্গ সরকারকে মর্যাদাপূর্ণ ‘স্কচ অ্যাওয়ার্ড’ও এনে দিয়েছে ‘সবুজসাথী’ (Sabooj Sathi Prakalpa) । কিন্তু মহামারীর বছরে স্কুল-কলেজ বন্ধ থাকায় সাইকেল বিলির প্রক্রিয়া বেশ ধাক্কা খায়। যথাসময়ে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়া সম্ভব হয়নি বলে মানছেন নবান্নের কর্তারা। তাই এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ছাত্রছাত্রীদের বাড়ি বয়ে সাইকেল পৌঁছে দেবে প্রশাসন। সূত্রের খবর, সম্প্রতি ১২ হাজার স্কুলের জন্য ১২ লক্ষ সাইকেল কেনার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ। প্রতিটি সাইকেলের দাম পড়ছে ৩ হাজার ৩৪০ টাকা। বিডিও, এসডিও এবং অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন দপ্তরের অফিসাররা সেগুলি পড়ুয়াদের হাতে তুলে দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen