রাজ্যজুড়ে নতুন ৭৪৪টি ওয়েলনেস সেন্টার তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার, বরাদ্দ ৫২ কোটি ৮ লক্ষ টাকা

টেলিমেডিসিন সহ উন্নত পরিষেবা দেওয়ার পরিকাঠামো তৈরি করা হবে। তার জন্য প্রতিটি সেন্টার পিছু ৭লক্ষ টাকা করে খরচ ধার্য হয়েছে

May 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যজুড়ে নতুন ৭৪৪টি ওয়েলনেস সেন্টার তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সুস্বাস্থ্য কেন্দ্র বা ওয়েলনেস সেন্টারে উন্নীত করতে ৫২কোটি ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যজুড়ে দ্রুত এই সিদ্ধান্ত বলবৎ করতে নির্দেশিকাও দেওয়া হয়েছে। ২৫মে রাজ্য স্বাস্থ্যদপ্তর ওই নির্দেশিকা জারি করে। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ওয়েলনেস সেন্টারের প্রাথমিক পরিকাঠামো আছে। তাতে টেলিমেডিসিন সহ উন্নত পরিষেবা দেওয়ার পরিকাঠামো তৈরি করা হবে। তার জন্য প্রতিটি সেন্টার পিছু ৭লক্ষ টাকা করে খরচ ধার্য হয়েছে।

স্বাস্থ্যদপ্তরের নির্দেশিকা অনুসারে, রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ওয়েলনেস সেন্টার হবে মুর্শিদাবাদে। সেখানে ১৭৫টি কেন্দ্র তৈরি হবে। দ্বিতীয় স্থানে আছে পূর্ব বর্ধমান জেলা। সেখানে ১০৭টি নতুন কেন্দ্র তৈরি হবে। এছাড়া, মালদহে নতুন ৯২টি, হুগলিতে ৭৬টি এবং উত্তর দিনাজপুরে ৬৪টি ওয়েলনেস সেন্টার করা হবে। পুরুলিয়াতে ৪৯টি, বাঁকুড়াতে ৪৬টি ওয়েলনেস সেন্টার তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে। বিষ্ণুপুর স্বাস্থ্যজেলায় সবচেয়ে কম, মাত্র একটি ওয়েলনেস সেন্টারের অনুমোদন মিলেছে। তবে রাজ্যের কোনও জেলাই ওয়েলনেস সেন্টারের অনুমোদন পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen