চুক্তিভিত্তিক সরকারি বাসচালক, কন্ডাক্টরদের বেতন বাড়াল রাজ্য

লোকসানে চলা পরিবহণ নিগমগুলি কর্মচারীদের আর্থিক বোঝা বইতে গিয়ে আরও দুর্বল হয়ে পড়ছে।

March 15, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্য সরকারের নিযুক্ত চুক্তিভিত্তিক বাসচালকদের বেতন বাড়ানো হল। এই নিয়ে গত ১৩ মার্চ একটি নির্দেশিকা জারি করেছিল রাজ্য পরিবহণ দফতর। এদিকে শুধু চুক্তিভিত্তিক বাসচালক নয়, কন্ডাক্টারদেরও বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে শীঘ্রই তাঁদেরও বেতন বৃদ্ধির নির্দেশিকা জারি করবে পরিবহণ দপ্তর।

বাম আমলের শেষ থেকেই স্থায়ী পদে সরকারি বাসে চালক-কন্ডাক্টর নিয়োগ কার্যত বন্ধ। লোকসানে চলা পরিবহণ নিগমগুলি কর্মচারীদের আর্থিক বোঝা বইতে গিয়ে আরও দুর্বল হয়ে পড়ছে। সেই সূত্রেই চুক্তিভিত্তিক ড্রাইভার-কন্ডাক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ২০১৭ সালে শেষবার এই পদে কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছিল। ১১ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ওই বছরই চুক্তিভিত্তিক ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন হয়েছিল ১৩ হাজার ৫০০ টাকা। সূত্রের দাবি, সমস্ত সরকারি পরিবহণ নিগমগুলি মিলিয়ে এই মুহূর্তে গোটা রাজ্যে প্রায় হাজার দেড়েক চুক্তিভিক্তিক চালক ও কন্ডাক্টর রয়েছেন। পাশাপাশি সংশ্লিষ্ট দু’টি পদে নতুন করে আরও ৯৫০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দপ্তর। বেতন বৃদ্ধির এই খবর বিরাট সংখ্যক কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বস্তি আনবে বলে দাবি প্রশাসনিক কর্তাদের।

এখন চাকরিতে ঢুকলেই ড্রাইভার পদে সর্বনিম্ন বেতন হবে ১৬ হাজার টাকা, যা এতদিন ছিল ১৩ হাজার ৫০০। চুক্তিভিত্তিক বাসচালকদের সর্বোচ্চ বেতন ধার্য হয়েছে ৩৮ হাজার টাকা। একইসঙ্গে কর্মজীবনের মেয়াদ অনুযায়ী পাঁচটি ক্যাটিগরিতে ড্রাইভারদের বর্ধিত বেতন স্থির করা হয়েছে। অর্থাৎ, ড্রাইভার পদে পাঁচ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন পর্যায়ে মাসিক বেতন সুনির্দিষ্ট হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এতদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন হাজার হাজার বাসচালক। দু’দশক কাজ করলেও কার্যত একই বেতন মিলত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে এতদিনে চুক্তিভিত্তিক বাসচালকদের মুখে হাসি ফুটল। সূত্রের দাবি, সরকারি বাসের কন্ডাক্টরদের জন্যও এক ফর্মুলায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen