গৃহ সহায়িকাকে অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড টিকা দিতে উদ্যোগ রাজ্যের

পাশাপাশি রুজির কারণে তাঁরা যাতে কলকাতা বা সংলগ্ন শহরতলিতে যাতায়াত করতে পারেন, সেজন্য রেল কর্তৃপক্ষের সহৃদয় দৃষ্টিভঙ্গি আশা করছি।

June 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে রুজির টানে যাতায়াতকারী অসংখ্য গৃহ সহায়িকাকে অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড টিকা (Covid Vaccine) দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাঁর সেই ঘোষণামতো এখনও টিকাকেন্দ্রগুলিতে এবিষয়ে স্বাস্থ্যদপ্তরের তরফে সার্কুলার পৌঁছয়নি বলে স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীকে চিঠি দিল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন। একই সঙ্গে তারা পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষকে পৃথক চিঠি দিয়ে স্বাস্থ্য, ব্যাঙ্ক বা রেল কর্মীদের মতো স্টাফ স্পেশাল ট্রেনে গৃহ সহায়িকাদের যাতায়াতের সুযোগ দেওয়ারও দাবি জানিয়েছে। মঙ্গলবার সংগঠনের তরফে ইন্দ্রজিৎ ঘোষ জানান, টিকা নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে তাঁর সেই নির্দেশ স্বাস্থ্যদপ্তরের তরফে সর্বত্র সার্কুলার আকারে না যাওয়ায় টিকাকরণের ক্ষেত্রে এখনও অগ্রাধিকার পাচ্ছেন না গৃহ সহায়িকারা। পাশাপাশি রুজির কারণে তাঁরা যাতে কলকাতা বা সংলগ্ন শহরতলিতে যাতায়াত করতে পারেন, সেজন্য রেল কর্তৃপক্ষের সহৃদয় দৃষ্টিভঙ্গি আশা করছি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen