ফরাসি সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে চন্দননগরে পর্যটন হাব গড়বে রাজ্য

ফরাসি পর্যটকরা এ রাজ্যে এলে অবশ্যই চন্দননগরে ঘুরতে যান। চন্দননগরের রয়েছে ফ্রেঞ্চ রেজিস্ট্রি অফিসও।

July 23, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

শহরের আনাচে-কানাচে এখনও ছড়িয়ে রয়েছে ফরাসি উপনিবেশের স্থাপত্য। যা শুধুমাত্র ইতিহাস নয়, চন্দনগর (Chandannagar) শহরের ঐতিহ্যও বটে। জগদ্ধাত্রী পুজো কিংবা ‘আলোর শহরের’ পাশাপাশি চন্দননগর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ‘ফরাসডাঙা’ও। এবার এই চন্দননগরেই ফরাসি সরকারের সাথে যৌথভাবে তৈরি হবে ট্যুরিজম হাব। এর জন্য বৃহস্পতিবার মউ স্বাক্ষর করল রাজ্যের পর্যটন দপ্তর ও ফ্রান্স সরকার। ফরাসিদের উপনিবেশ এই চন্দননগর শহরজুড়ে ৯৯টি প্রাচীন বিল্ডিং রয়েছে। যেগুলি ফরাসি স্থাপত্যশৈলীতে তৈরি। এইসমস্ত বিল্ডিং সংস্কার করে নতুন পর্যটন হাব তৈরি করা হবে। হেরিটেজ ট্যুরিজম, কালচারাল ট্যুরিজমের প্রভূত সম্ভাবনা রয়েছে এখানে। বিশেষ করে ফরাসি সরকার সেখানে পর্যটন হাব গড়ে তুলতে খুবই আগ্রহী। ফরাসি পর্যটকরা এ রাজ্যে এলে অবশ্যই চন্দননগরে ঘুরতে যান। চন্দননগরের রয়েছে ফ্রেঞ্চ রেজিস্ট্রি অফিসও।
পুরনো আমলের এই অফিসটিকে সংস্কার করা হচ্ছে। বুটিক হোটেল হিসেবে গড়ে তোলা হবে ওই বিল্ডিং। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড এবং হোম স্টে’র ব্যবস্থাও তৈরি হবে।

এদিন তাজ বেঙ্গলে মৌ সাক্ষর করার পর কলকাতায় নিযুক্ত ফ্রান্সের কনসাল জেনারেল ভার্জিনি কোর্টেভাল বলেন, আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও ফরাসি সরকারের যৌথ উদ্যোগে গড়ে তোলা হবে এই পর্যটন হাব। এ প্রসঙ্গে পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী বলেন, এই কলোনিয়াল হেরিটেজ গড়ে তুলতে খরচ দেবে রাজ্য। প্রযুক্তিগত সহায়তা দেবে ফ্রান্স। স্থাপত্যশৈলী, রং, গড়ন অপরিবর্তিত রেখেই এই প্রকল্প গড়ে তোলা হবে। নদীপথে পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen