ডিমের চাহিদার সিংহভাগই উৎপাদনে সক্ষম রাজ্য, দাবি মন্ত্রীর
গ্রাম বাংলায় স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষাধিক মানুষের মধ্যে বিনামূল্যে হাঁস, মুরগি বিলির পাশাপাশি পোল্ট্রি তৈরি করে দেওয়া হয়েছে।
Authored By:

‘গ্রাম বাংলায় স্বনির্ভরতার লক্ষ্যে লক্ষাধিক মানুষের মধ্যে বিনামূল্যে হাঁস, মুরগি বিলির পাশাপাশি পোল্ট্রি তৈরি করে দেওয়া হয়েছে। রাজ্যের ডিমের চাহিদার সিংহভাগই আমরা উৎপাদনে সক্ষম। তবে, কিছুটা এখনও ভিন রাজ্য থেকে আনতে হয়। সেটাও যাতে এখানে উৎপাদন করা যায়, তার চেষ্টা চলছে।’ শুক্রবার বিশ্ব এগ দিবসে রাজ্যের প্রাণিসম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ একথা বলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় ক্ষুদ্র ও বৃহৎ উদ্যোগের মাধ্যমে শুরু হয়েছে আরও বেশি ডিম উৎপাদনের প্রক্রিয়া। সভায় উপস্থিত ছিলেন দপ্তরের ওএসডি শ্যামল সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ।