‘শশাঙ্কর বাঙালির কাছে পরাস্ত হবে দেবগুপ্তদের মালব্যরা’, বাংলা ভাষা বিতর্কে BJP নেতাকে তোপ রাজ্যের মন্ত্রীর

উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ নিয়ে গঠিত একটি অঞ্চল ছিল মালব। সেখানকার রাজা দেবগুপ্ত বাংলার রাজা শশাঙ্কর কাছে পরাজিত হয়েছিলেন।

August 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Bratya Basu slams BJP leader over Bengali language controversy
Bratya Basu slams BJP leader over Bengali language controversy

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯.৪৫: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে তকমা দিয়েছে অমিত শাহের দিল্লি পুলিশ। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক আরম্ভ হয়েছে। প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে, বিজেপি ও বঙ্গ বিজেপির নেতারা নেমে পড়েছেন দিল্লি পুলিশের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে। বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন বাংলা বলে নাকি কোনও ভাষাই নেই। এতে রীতিমতো আগুনে ঘি পড়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুর চড়িয়েছেন অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে।

সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, সিলেটের বাংলার সঙ্গে কলকাতার বাংলার অমিল তুলে ধরে অমিত মালব্য বাংলার উপভাষাগুলিকে অস্বীকার করতে চেয়েছেন। ব্রাত্য বলেন, ‘সিলেটের ভাষার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বা ঢাকার ভাষারও মিল নেই। একইভাবে কলকাতায় প্রচলিত কৃষ্ণনাগরিক উচ্চারণের বাংলার থেকে বাঁকুড়া বা পুরুলিয়ার ভাষা আলাদা। সবই উপভাষা অথবা ডায়ালেক্ট। সবক’টি ভাষারই মা হল বাংলা। হিন্দিও বিভিন্ন ডায়ালেক্টে পরিপূর্ণ। ভোজপুরি, মৈথিলি, বুন্দেলখন্ডি, পাঞ্চালী, মাগধীর মতো ডায়ালেক্টের সঙ্গে বর্তমানে সরকারিভাবে প্রচলিত হিন্দির ফারাক বিস্তর। তাই বলে কি হিন্দি বলে কোনও ভাষা নেই বলা হবে?’

মালব্যের পদবির উৎস নিয়েও আক্রমণ শানান ব্রাত্য। তিনি বলেন, মালব্য পদবিটি এসেছে মালব থেকে। উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ নিয়ে গঠিত একটি অঞ্চল ছিল মালব। সেখানকার রাজা দেবগুপ্ত বাংলার রাজা শশাঙ্কর কাছে পরাজিত হয়েছিলেন। শিক্ষামন্ত্রীর দাবি, বাংলা ভাষাকে ছোট করার যে চক্রান্ত বিজেপি করছে, তা বাঙালিরা ধরে ফেলেছে। তাঁর মতে, শশাঙ্কর বাঙালির কাছে দেবগুপ্তদের মালব্যরা অর্থাৎ বিজেপি ভোটেও পরাজিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen