শিশু মৃত্যুর ঘটনায় সতর্ক রাজ্য, বাংলায় নিষিদ্ধ Coldrif কাফ সিরাপ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৫৮: দেশজুড়ে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ‘কোল্ডরিফ’ (Coldrif ) নামক কাফ সিরাপ। মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুতে এই সিরাপ সেবনের পর একাধিক শিশুর মৃত্যুর (Child Death) অভিযোগ উঠেছে। এর জেরে পশ্চিমবঙ্গেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সিরাপটির বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
‘বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন’ (BCDA) এক নির্দেশিকায় রাজ্যের সমস্ত খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাকে অবিলম্বে ‘কোল্ডরিফ’ সিরাপ বিক্রি বন্ধের (Coldrif Cough Syrup Banned) নির্দেশ দিয়েছে। যদিও বিতর্কিত ব্যাচটি এখনও রাজ্যে প্রবেশ করেনি, তবুও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, সিরাপটিতে প্রপিলিন গ্লাইকল, গ্লিসারিন ও সরবিটলের মতো রাসায়নিক উপাদান পাওয়া গেছে। শিশুরোগ বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সিরাপে ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকলের উপস্থিতিও ধরা পড়েছে – যা কিডনি বিকল হওয়ার অন্যতম কারণ।
তামিলনাড়ুর (Tamil Nadu) ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘শ্রীসন ফার্মাসিউটিক্যালস’-এর মালিক জি রঙ্গনাথনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তাঁর কারখানা ও অফিস সিল করে দেওয়া হয়েছে। রাজ্য ওষুধ নিয়ন্ত্রণ বোর্ড নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট রাসায়নিক উপাদানগুলি শুধুমাত্র অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং সরকারি পরীক্ষাগারে পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে।
আগামী ১১ অক্টোবর রাজ্যের ওষুধ বিক্রেতাদের সঙ্গে বৈঠক ডাকার কথা রয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া যায়।