হাইকোর্টের রায়: পিছোল না পঞ্চায়েত নির্বাচন
রাজ্য নির্বাচন কমিশনের ৯জুনের বিজ্ঞপ্তি বহাল রাখল আদালত
June 13, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত ভোট নিয়ে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার দীর্ঘ সাড়ে চার ঘণ্টার শুনানি হয়েছিল। তারপর রায়দান স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলের মধ্যেই রায় ঘোষণা করে দেবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আদালত সূত্রে এরকমটাই জানা যাচ্ছে।
UPDATE পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের রায়
- চুক্তিভিত্তিক কর্মী এবং এনসিসি ছেলেদের চতুর্থ পোলিং অফিসার হিসাবে কাজে লাগাতে পারে রাজ্য
- সমস্ত বুথে সিসিটিভি লাগাতে হবে, নির্দেশ আদালতের
- কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না। কেন্দ্রকেই দিতে হবে।
- স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের
- স্পর্শকাতর এলাকায় ধাপে ধাপে থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানাল কলকাতা হাইকোর্ট
- রাজ্য নির্বাচন কমিশনের ৯ জুনের বিজ্ঞপ্তি বহাল রাখল কমিশন
- বিরোধীদের করা অনলাইনে মনোনয়নের আবেদন খারিজ করল আদালত
- অনলাইনে মনোনয়নের আবেদন খারিজ
- মনোনয়নের সময়সীমা বাড়ানো কমিশনের উপরেই ছাড়লো আদালত
- পিছোল না পঞ্চায়েত নির্বাচন
দেখে নিন ৭টি সংবেদনশীল জেলার তালিকা, যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট
১) দক্ষিণ ২৪ পরগণা
২) উত্তর ২৪ পরগণা
৩) বীরভূম
৪) মুর্শিদাবাদ
৫) পূর্ব মেদিনীপুর
৬) হুগলি
৭) জলপাইগুড়ি