বিভিন্ন ভুয়ো নামে প্রোফাইল তৈরি করে উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, তথ্য হাতে এসেছে রাজ্য পুলিসের

ওয়াকফের প্রতিবাদ নিয়ে মুর্শিদাবাদে কিছুদিন আগেই ভয়াবহ হিংসা ছড়িয়েছিল।

April 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফের প্রতিবাদ নিয়ে মুর্শিদাবাদে কিছুদিন আগেই ভয়াবহ হিংসা ছড়িয়েছিল। সেই হিংসা থামাতে কার্যত হিমসিম খেয়েছিল পুলিশ। পরে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে একের পর একাধিক ফেসবুক অ্য়াকাউন্ট থেকে উসকানিমূলক খবর ছড়ানো হয়েছিল।

রাজ্য পুলিশের তরফে একটি এক্স বার্তায় জানানো হয়েছে, কিছু ভুয়ো প্রোফাইল বর্তমানে নিজেদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে দাবি করছে এবং জেলার বিভিন্ন এলাকা উল্লেখ করে নিজেদের অবস্থান বোঝাচ্ছে। অভিযোগ, এই প্রোফাইলগুলো শুধুমাত্র ভুয়ো পরিচয় তৈরি করেই থেমে থাকছে না, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একের পর এক দেশবিরোধী মন্তব্য ছড়িয়ে দিচ্ছে ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এই ধরনের কাজ সমাজের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রদায়গত ঐক্যকে বিঘ্নিত করার পাশাপাশি দেশের আইন ও সংবিধানকেও চ্যালেঞ্জ করছে বলে উল্লেখ করেছে পুলিশ।

পাশাপাশি, রাজ্য পুলিশ জানিয়েছে, এই সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ভুয়ো অ্যাকাউন্ট ইতিমধ্যেই ব্লক করা হয়েছে, এবং আরও অনেকগুলিকে চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দেওয়া হয়েছে, এই ধরনের উস্কানিমূলক বার্তা কোনওভাবেই যেন কেউ শেয়ার বা ফরোয়ার্ড না করেন। এইসব পোস্ট বা মেসেজ বিভ্রান্তি ও ঘৃণা ছড়িয়ে দেয়, যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen