Viral Video ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, ষড়যন্ত্রের অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ দিলীপ
দিলীপ বলেন, বদনাম করতে ‘ফেক’ ভিডিও করা হয়েছে। তাঁর দাবি, “আমাকে বদনাম করার ষড়যন্ত্র হয়েছে, রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২৭: সমাজ মাধ্যমে ভাইরাল একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। দাবি করা হচ্ছে, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ওই ভিডিওরে যৌনতায় লিপ্ত হতে দেখা গিয়েছে। সম্প্রতি বিজেপি তথা বিরোধী দলনেতা ঘনিষ্ঠ একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা যায়। বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, ওই ভিডিওতে যে ব্যক্তি রয়েছেন তিনি দিলীপ ঘোষ। ভিডিও সামনে আসতেই দিলীপ, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তাঁর বিরুদ্ধে ব্যাপক চক্রান্তও দেখছেন প্রাক্তন সাংসদ। ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো, তাঁর নয়। দিলীপ বলেন, বদনাম করতে ‘ফেক’ ভিডিও করা হয়েছে। তাঁর দাবি, “আমাকে বদনাম করার ষড়যন্ত্র হয়েছে, রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে।”
পুরো ঘটনার তদন্ত চেয়ে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। জয়েন্ট কমিশনার (ক্রাইম)-কে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। অভিযোগপত্রে দিলীপ ঘোষ লিখেছেন, “সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে। রাজনৈতিকভাবে আমাকে বদনাম করতেই এই উদ্দেশপ্রণোদিত প্রচার চালানো হচ্ছে।”
তাঁর আবেদন, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ করুক পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার শাখা। প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলছে।
শোনা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ফোন করেন দিলীপ। শাহকে হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, ‘‘এটা আমার ভিডিও নয়। আমি নই। আমি বলছি এটা ফরেনসিকে পাঠান। কারা নোংরামি করছে আমার সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার। আমি শেষ দেখে ছাড়ব।’’