পুজোর নিরাপত্তায় প্রস্তুতি রাজ্যের, মহালয়া থেকেই মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ

September 19, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৩৫: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে আর মাত্র ৯ দিন। মহালয়ার পর থেকেই শহর থেকে শহরতলি, সর্বত্র রাতজাগা উৎসবের আমেজ। জনতার ঢল নামবে রাস্তায়, আর সেই ভিড় সামলাতে কোমর বেঁধে নামছে পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম (jawed shamim) জানিয়েছেন, মহালয়ার দিন থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হবে।

শুধু পুজোর চারদিন নয়, লক্ষ্মীপুজো ও পরবর্তী কার্নিভালেও থাকবে কড়া নজরদারি। শামিম বলেন, “যে জেলায় যেমন পুজো হয়, সেই মোতাবেক পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলাজুড়ে ১০ থেকে ১৫ হাজার পুলিশকর্মীরা রাস্তায় থাকবেন। হেড কোয়ার্টার ও অন্যান্য সব ফোর্সকে তৈরি রাখা হচ্ছে। তাছাড়াও অতিরিক্ত হোমগার্ড, এনসিসি, স্থানীয় যুবকদের কাজে লাগানো হবে। ট্রাফিক সচল রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মহালয়া থেকে পুজোর চারদিন কাটিয়ে লক্ষ্মীপুজো পুজোর মরশুম দীর্ঘ। সুরক্ষা দিতে আমরা তৈরি।” তিনি আরও বলেন, “বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। একটা ভালো পুজো উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত।”

কলকাতা ও আশপাশের পুজোর পাশাপাশি এবার নজর রয়েছে রানাঘাটের দিকেও। কল্যাণী আইটিআই মোড়ের পুজোয় প্রতিবছরই ব্যাপক ভিড় হয়। এবার রানাঘাটের অভিযান সংঘ সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের চমকে দিতে চলেছে। সেই ভিড় সামলাতে আগাম প্রস্তুতি নিচ্ছে পুলিশ। শামিমের কথায়, রানাঘাটও অনেক ভিড় টানে। সব জায়গায় ভালো পুজো হচ্ছে। আগে থেকে হোমওয়ার্ক করা থাকলে সেই ভিড় সামলাতে অসুবিধা হবে না।”

পুজোর পরের দিনগুলিতে কলকাতা ও জেলাজুড়ে আয়োজিত কার্নিভালেও ভিড় জমায় সাধারণ মানুষ। সেই সময়েও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকবে প্রচুর পুলিশ।

জাভেদ শামিমের আশ্বাস, “দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের। একটা ভালো পুজো উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen