২৩টি জেলার সদরে মল তৈরি করতে এক টাকায় জমি দেবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্য কুটিরশিল্পজাত পণ্যের এক অনবদ্য বিপণন-সহায়তা-কেন্দ্র হিসেবে এটির উদ্বোধন করা হয়েছে

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২০:৩৮: বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া বিপণন কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুর সংগ্রহশালার বিপরীতে পূর্বতন প্রেস অ্যান্ড ফর্মস ভবনটি সংস্কার করে নির্মিত হয়েছে ‘শিপ্লান্ন’। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী চর্ম, বস্ত্র ও অন্য কুটিরশিল্পজাত পণ্যের এক অনবদ্য বিপণন-সহায়তা-কেন্দ্র হিসেবে এটির উদ্বোধন করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের ২৩টি জেলার সদরে শপিং মল তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। রাজ্যই তার জন্য জমির ব্যবস্থা করবে। শুধু তা-ই নয়, সেই জমি এক টাকায় দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘জেলার হে়ডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব।’’

তবে যাঁরা শপিং মল তৈরির জন্য জমি কিনবেন, তাঁদের জন্য শর্ত বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, যত বড়ই শপিং মল তৈরি হোক না কেন, দু’টি তলা (ফ্লোর) রাজ্য সরকারের জন্য রাখতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা যাতে তাঁদের তৈরি জিনিসপত্র সেখানে বিক্রি করতে পারেন, সরকার তারই ব্যবস্থা করছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যারা বানাবে, তাদের জন্য একটাই শর্ত— দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফিহাউস, যা খুশি করুন। শপিং মল আপনারা ছ’তলা, সাততলা বা আটতলা যত বড়ই বানান, আমার দেখার দরকার নেই। কিন্তু দুটো ফ্লোর আমার চাই আমার স্বনির্ভরগোষ্ঠীর মেয়েদের জন্য।’’

আলিপুরে চর্ম ও কুটির শিল্পের জন্য নয়া শীততাপ নিয়ন্ত্রিত এই বিপণন কেন্দ্রে থাকছে বিভিন্ন প্রসিদ্ধ সরকারি ও বেসরকারি সংস্থার চর্ম, বস্ত্র ও অন্যান্য কুটিরশিল্পজাত পণ্যের ভাণ্ডার। রয়েছে ফুড কোর্ট, কনফারেন্স রুম ও পার্কিং-এর ব্যবস্থাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen