ওয়েভার স্কিমের মেয়াদ বৃদ্ধি, আর কতদিন সময় পাবেন গাড়ির মালিকরা?

গাড়ির মালিকরা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পেতেন, এমনটাই জানানো হয়েছিল। এই স্কিমের মেয়াদ আরও একমাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য

February 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
গাড়ির ওয়েভার স্কিমের মেয়াদ আরও একমাস বৃদ্ধি করল রাজ্য সরকার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও একমাস গাড়ির ওয়েভার স্কিমের মেয়াদ বাড়াল রাজ্য সরকার। অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির বকেয়া কর, পারমিট, সিএফ ইত্যাদি মেটানোর আর্থিক সুবিধা মিলবে।

রাজ্যের পরিবহণ দপ্তর (State Transport dept) চলতি বছরের পয়লা জানুয়ারি একটি ওয়েভার স্কিম (waiver scheme) চালু করে। এই স্কিমে বকেয়া করের উপর প্রদেয় সুদ ও জরিমানায় বিপুল অঙ্কের ছাড় ঘোষণা করা হয়েছে। গাড়ির মালিকরা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পেতেন, এমনটাই জানানো হয়েছিল। এই স্কিমের মেয়াদ আরও একমাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য।

জানা যাচ্ছে, সমস্ত মালিক সংগঠন কর ছাড়ের এই প্রকল্পকে স্বাগত জানিয়েছে। তারা, স্কিমের মেয়াদ বৃদ্ধির জন্যও আবেদন জানায়। তারপরই আলোচনায় বসেন দপ্তরের মন্ত্রী, অধিকারিকরা। গাড়ির মালিকদের মেয়াদ বৃদ্ধির আবেদন গ্রহণ করে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen