অ্যাপের মাধ্যমে সরকারি, বেসরকারি বাস চালকদের উপর নজরদারি চালাবে রাজ্য

পথ দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সরাসরি রাজ্য সরকার বিশেষ অ্যাপের মাধ্যমে সরকারি, বেসরকারি বাস চালকদের উপর নজরদারি চালাবে। রাজ্য সরকারের সেই অ্যাপ তৈরির কাজ চলছে। শুক্রবার আলিপুরদুয়ারে সেই বিশেষ অ্যাপের কথা জানান পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

January 11, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পথ দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সরাসরি রাজ্য সরকার বিশেষ অ্যাপের মাধ্যমে সরকারি, বেসরকারি বাস চালকদের উপর নজরদারি চালাবে। রাজ্য সরকারের সেই অ্যাপ তৈরির কাজ চলছে। শুক্রবার আলিপুরদুয়ারে সেই বিশেষ অ্যাপের কথা জানান পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং উত্তরবঙ্গের পাঁচ জেলার পরিবহণ দপ্তরের জেলা আধিকারিকদের নিয়ে রিভিউ বৈঠক করেন মন্ত্রী। জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় বৈঠকটি হয়। বৈঠকের পর পরিবহণমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে রাজ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেন। তারপর থেকেই রাজ্যে পথ দুর্ঘটনায় অনেকটা লাগাম টানা গিয়েছে। তবে এখানেই থেমে থাকলে আমাদের চলবে না। রাজ্যে আমাদের পথ দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে হবে। আর তারজন্যই সরকারি বেরকারি বাস চালকদের উপর সরাসরি নজরদারি চালাতে বিশেষ ধরনের অ্যাপ আসছে। ওই অ্যাপ তৈরির কাজ চলছে। অ্যাপের মাধ্যমে চালকরা কে জোরে ও কে নির্দিষ্ট গতিতে বাস চালাচ্ছে তা জানা যাবে। তারপর সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও পরিবহণে আরও গতি আনতে খুব শীঘ্রই রাজ্য সিএনজি চালিত ২৬৫টি বাস কিনবে। ওই বাস থেকে কিছু বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে দেওয়া হবে। রাজ্যের লাভজনক রুটগুলিতে আরও বাস দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen