শেষ তিনটি বিশ্বকাপে মেসি, নেইমারের দল কোথায় শেষ করেছিল?

ল্যাটিন আমেরিকার এই দুই দলই দীর্ঘদিন ধরেই বিশ্বসেরা হতে পারে নি।

November 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

২১ নভেম্বর থেকে মরু দেশ কাতারে শুরু হতে চলেছে ২২তম ফুটবল বিশ্বকাপ। প্রতিবারের মতো এবারও হট ফেবারিট হয়ে খেলতে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা ‍ও নেইমারের ব্রাজিল।

ল্যাটিন আমেরিকার এই দুই দলই দীর্ঘদিন ধরেই বিশ্বসেরা হতে পারেনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ সোনার বিশ্বকাপ ট্রফি জিতেছে সেই ২০০২ সালে। অর্থাৎ সময়ের হিসেবে ২০ বছর বিশ্বসেরা হতে পারেনি সেলেসাওরা। 

অন্যদিকে আর্জেন্টিনার অবস্থা আরও করুণ। কিংবদন্তি দিয়াগো মারাদোনার হাত ধরে আলবিসেলেস্তারা সেই ১৯৮৬ সালে সবশেষ বিশ্বজয় করেছে। এরপর গুণে গুণে তিন যুগ অতিবাহিত হলেও সোনার ট্রফি আর ছুঁয়ে দেখতে পারেনি আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে বিশ্বকাপ ট্রফির জন্য হাহাকার করছে আর্জেন্টিনার সমর্থকরা।


অনেক ফুটবল বিশেষজ্ঞ এবার অবশ্য আশার আলো দেখছেন। তাঁদের মতে ব্রাজিলের ২০ বছর কিংবা আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান কাতার বিশ্বকাপে হয়ে যেতে পারে।  কাতারের এই ‘শীতকালীন’ বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনার হাতে ইউরোপীয়দের আধিপত্য খর্ব হওয়ার সম্ভাবনা প্রবল।

একনজরে দেখে নেওয়া যাক শেষ তিনটি বিশ্বকাপে মেসি, নেইমারের দল কোথায় শেষ করেছিল-

*আর্জেন্টিনা-*
২০১০ সালে কোয়ার্টার ফাইলানে জার্মানির কাছে ০-৪ গোলে পরাজিত হয়েছিল।
২০১৪ সালে মারাকানায় ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় মিসিদের।
২০১৮ সালে প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ৩-৪ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে।

*ব্রাজিল-*

২০১০ এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে ১-২ গোলে পরাজিত হয়েছিল।
২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে পরাজিত হয়েছিল। ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ১-২ গোলে পরাজিত হয়েছিল ব্রাজিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen