এলাকায় থাকুন, গরিবদের পাশে দাঁড়ান, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নয় : উৎসবের আবহে মন্ত্রী-বিধায়কদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: মহালয়ার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় দুর্গাপুজোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব। এই উৎসবের আবহে বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের মন্ত্রী ও বিধায়কদের উদ্দেশে একগুচ্ছ নির্দেশ দেন। তাঁর বার্তা ছিল স্পষ্ট, পুজোর সময় এলাকায় থাকতে হবে, গরিবদের পাশে দাঁড়াতে হবে এবং মিডিয়ার সামনে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা চলবে না।
নেতাদের পুজোর সময় নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে হবে। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, “গন্ডগোল যেন না হয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা আপনাদের দায়িত্ব।”
শুধু দলের তহবিল নয়, ব্যক্তিগত সঞ্চয় থেকেও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার কথা বলেন তিনি। “পুজোর আনন্দ ভাগ করে নিন, গরিবদের পাশে দাঁড়ান,” এমনই মানবিক বার্তা দেন মুখ্যমন্ত্রী।
দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে না আনার পরামর্শ দেন তিনি। “আপনারা সরকার ও দলেরই অংশ। তাই মুখ খুলবেন বুঝে।”, এমন হুঁশিয়ারি দেন মমতা।
বৈঠকে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পর্যটনের পর এবার লজিস্টিকস-কে শিল্পের মর্যাদা দিতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, এই পদক্ষেপ উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে।
এছাড়া তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকোনমিক করিডরের সংলগ্ন এলাকায় শিল্প উন্নয়ন নিগমকে ২০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এই পদক্ষেপ শিল্প ও চাকরির বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।
পুজোর আবহে এদিন রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। উৎসবের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায় এই বার্তাই উঠে এল নবান্নের বৈঠক থেকে।