ভোটার তালিকায় আজব কাণ্ড! নামের পাশে ব্রাহ্মণের পদবি দেখে হতবাক সেলিম-পুত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪১: কোটি টাকা খরচ করেও ‘গোড়ায় গলদ’! একের পর এক আধিকারিক নিয়োগ-এত আয়োজনের পরেও কি নির্ভুল ভোটার তালিকা (Voter list) তৈরি অধরাই থেকে গেল? নির্বাচন কমিশনের (Election Commission) প্রকাশিত খসড়া ভোটার তালিকা (Voter list) নিয়ে এমনই গুরুতর প্রশ্ন উঠল। সাধারণ মানুষ তো বটেই, এবার খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md Salim) পরিবারের নাম ও পদবি বিভ্রাট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। খসড়া তালিকায় মহম্মদ সেলিম ও তাঁর পুত্র অতীশ আজীজের নামের পাশে জুড়ে গিয়েছে ‘অবস্থি’ পদবি!
অভিযোগ, সঠিক তথ্যের ভিত্তিতে এনুমারেশন ফর্ম (Enumeration form) জমা দেওয়া সত্ত্বেও কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার তথা মহম্মদ সেলিমের পুত্র অতীশ আজীজের নাম খসড়া তালিকায় ভুল এসেছে। সেখানে তাঁর নাম দেখাচ্ছে ‘অতীশ আজীজ অবস্থি’। শুধু তাই নয়, পিতার নামের কলামে মহম্মদ সেলিমের নামের পাশেও জ্বলজ্বল করছে ওই একই ‘ব্রাহ্মণ’ পদবি।

রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ মহম্মদ সেলিমের ক্ষেত্রেই যদি কমিশনের এমন ‘ভুল’ হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অতীশ আজীজ। তিনি জানান যে তিনি কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের ভোটার। খসড়া তালিকায় নাম খুঁজতে গিয়ে দেখেন তাঁর এবং তাঁর বাবার নামের সঙ্গে ‘অবস্থি’ পদবি জুড়ে দেওয়া হয়েছে। তাঁর বাবা বহু দশকের রাজনীতিক, তাঁর ক্ষেত্রেও যদি এমন হয়, তবে কোটি কোটি টাকা খরচ করে এসআইআর (SIR) করার মানে নেই বলে তিনি মন্তব্য করেন।
সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনা নিয়ে সরব হয়েছেন সেলিম-পুত্র। কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই তিনি লিখেছেন, “মিডিয়া, বিজেপি সবাই মিলে কীসব গল্প দিল, যে SIR-এর মাধ্যমে মোল্লাদের টাইট দেওয়া হবে, এদিকে দেখছি আমাকে ECI ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। তার সাথে সাথে মহঃ সেলিমকেও।” যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
তবে শুধু সেলিম পরিবারই নয়, খসড়া তালিকা প্রকাশের দিন থেকেই একের পর এক বিভ্রাটের অভিযোগ সামনে এসেছে। কোথাও জীবিত তৃণমূল কাউন্সিলরকে ‘মৃত’ বলে দেখানো হয়েছে, আবার কোথাও নাম বাদ যাওয়া নিয়ে বিএলও-দের (BLO) একাংশ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন।