মুখ্যমন্ত্রীর সফরের আগে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:০০: পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক আগেই এবার ওই অফিসারকে নিয়ে কড়া পদক্ষেপ করল জেলা পুলিশ। অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) দেবাশিস কুমার দে-কে সাসপেন্ড করা হল। তাঁকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
অভিযোগ, মুখ্যমন্ত্রীর সফরের আগেরদিন খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে ওই এএসআই অত্যন্ত দুর্ব্যবহার করেন। সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। তার ভিত্তিতেই কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ। অভিযোগ পাওয়ামাত্রই ওই এএসআই-কে চিহ্নিত করে মঙ্গলবার সকালেই সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অর্ক বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সভাস্থল, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের মাঠে সাংবাদিকরা প্রস্তুতি দেখতে গিয়ে ছবি তুলছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন পরিদর্শনকারী জেলাশাসক আয়েশা রানি এ এবং জেলা পুলিশের সিনিয়র আধিকারিকরা। এএসআই দেবাশিস কুমার দে-কে এক চিত্র সাংবাদিককে জোর করে হাত ধরে বের করে দেন বলে অভিযোগ। তার ভিডিয়ো সামনে আসে। ঘটনার ভিডিয়ো দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় (যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)। তারপর এএসআইয়ের আচরণকে কেন্দ্র করে তীব্র নিন্দা শুরু হয়। সাংবাদিক মহল এবং নেটিজেনরা একই সঙ্গে সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান।