লক্ষের মাইলফলক ছুঁলো সুডেন্ট ক্রেডিট কার্ড, উচ্ছ্বসিত মমতা

November 28, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: বাংলার মেধাবী পড়ুয়াদের সাহায্যার্থে ২০২১ সাল থেকে রাজ্য সরকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষায় প্রয়োজনীয় অর্থ সাহায্য করে রাজ্য সরকার।
এক লক্ষের মাইলফলক ছুঁয়ে ফেলেছে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’। এই নজির গড়ায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই সমাজ মাধ্যমে এই খবর জানিয়েছেন।

X হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, ‘‘আমাদের সরকারের এই প্রকল্পে, শিক্ষার্থীদের নামমাত্র সুদের হারে ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ দেওয়া হচ্ছে। ভর্তুকির সম্পূর্ণ অর্থ রাজ্য সরকার বহন করে।
এই প্রকল্পটি উদীয়মান প্রতিভাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে সহায়তা করতে থাকবে। আমাদের সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি!’’

উল্লেখ্য, ২০২১ সালে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয় ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প। এই কার্ডের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। সে ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে সিমেস্টার ভিত্তিতে বা শিক্ষাবর্ষর ভিত্তিতে টাকা পাওয়া যায়।

দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরই ঋণের জন্য আবেদন করা যায়। এছাড়াও উচ্চ মাধ্যমিকের পর স্নাতক অথবা স্নাতকোত্তর পড়ার জন্যও পাওয়া যাবে ঋণ। ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিদ্যা, আইন-সহ যে কোনও বিষয়ে পড়ার জন্যও আবেদন করা যাবে। পিএইচডি করার ইচ্ছে থাকলেও ঋণ নেওয়া যাবে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির জন্যেও ঋণ নিয়ে পড়তে পারবেন আগ্রহীরা। বিদেশের প্রতিষ্ঠানেও পড়তে চাইলে এই ঋণ আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
উল্লেখ্য, ঋণ পেতে অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার উপযুক্ত নথি জমা দিলেই আবেদন করতে পারবেন পড়ুয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen