বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বেতনে চাকরি করতে মার্কিন মুলুকে পাড়ি দিতে চলেছেন বাঙালি পড়ুয়া

আইটির ওই পড়ুয়া এদেশেও লোভনীয় চাকরির অফার পেয়েছেন বলে খবর।

July 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বেতনে চাকরি করতে মার্কিন মুলুকে পাড়ি দিতে চলেছেন এক বাঙালি পড়ুয়া। শত প্রতিকূলতার মধ্যেও প্লেসমেন্টে তাক লাগানো ফল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। গোপনীয়তার শর্তে তাঁর এবং চাকরিদাতা সংস্থার নাম এখনই প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয়। তবে আইটির ওই পড়ুয়া এদেশেও লোভনীয় চাকরির অফার পেয়েছেন বলে খবর।

বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শমিতা ভট্টাচার্য বলেন, ‘কোর ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট এ বছর রেকর্ড করেছে। এমনকী, সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও ৯৭ শতাংশ প্লেসমেন্ট হয়ে গিয়েছে। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো ক্ষেত্র সর্বোচ্চ বেতনের মাপকাঠিতে ছাপিয়ে গিয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংকে। এটা একটা দারুণ ইঙ্গিত।’ মার্কিন বহুজাতিক তথা সফ্টওয়্যার জায়ান্ট গুগল এদেশে ব্যবসা বাড়িয়ে চলেছে। সেই সূত্রে যাদবপুরের চার ছাত্রকে বার্ষিক ৫৭ লক্ষ টাকা বেতনের চাকরির অফার দিয়েছে তারা। এঁদের মধ্যে তিনজনই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের। একজন তথ্যপ্রযুক্তি বিভাগের ছাত্র।

উচ্চ বেতন, বিস্তৃত কাজের ক্ষেত্র ইত্যাদি বিচার করে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি পড়ার ঝোঁক গত ১০ বছরে অনেকটাই বেড়েছে। ক্রমশ পিছিয়ে পড়ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যালের মতো ইঞ্জিনিয়ারিংয়ের ‘কোর’ বিষয়গুলি। তবে কোনও একটি বিষয়ে বাড়তি ঝোঁক তৈরি হলে বাকি বিষয়গুলির ক্ষেত্রে একটি শূন্যতা তৈরি হয়। ওয়াকিবহাল মহলের মতে, তারই সুফল এবার মিলতে শুরু করেছে। ভালো চাকরির অফার পাচ্ছেন কোর বিষয়ের ছাত্রছাত্রীরাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen