দেড় মাস ধরে চলছে আইএসসি, ফের পরীক্ষা বাতিলের আশঙ্কায় পড়ুয়ারা

সংঘাত এড়াতে এই দিনগুলিতে আইএসসি পরীক্ষা রাখা হয়নি।

March 19, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর সূচি পাল্টানোর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি পিছিয়ে গিয়েছে সিআইএসসিই বোর্ডের আইএসসি বা দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। আগের রুটিন অনুযায়ী, আইএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২৫ এপ্রিল। সেখানে তা শুরু হচ্ছে এক দিন পরে, ২৬ তারিখে। আবার ৬ জুনের বদলে পরীক্ষা শেষ হচ্ছে ১৩ জুন। পরীক্ষার্থীদের একাংশের মতে, এমনিতেই আগের সূচি অনুয়ায়ী এক মাসের কিছু বেশি সময় ধরে পরীক্ষা চলছিল। এখন সেই সময়সীমা দেড় মাসেরও বেশি হয়ে যাওয়ায় কেউ কেউ মনে করছে, অনেকটাই দীর্ঘায়িত হল পরীক্ষার সূচি।

নতুন সূচি অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার তারিখ ধার্য হয়েছে ২১, ২৪, ২৫, ২৯ এপ্রিল এবং ১ ও ৪ মে। সংঘাত এড়াতে এই দিনগুলিতে আইএসসি পরীক্ষা রাখা হয়নি। ফলে, পরীক্ষার সূচি ওলটপালট হয়েছে অনেকটাই। যেমন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৫ এপ্রিলের বদলে হবে ২ মে। পদার্থবিদ্যার পরীক্ষা ২ মে-র বদলে পিছিয়ে গিয়েছে ১৫ দিন। তা হবে ১৭ মে। রসায়নের পরীক্ষা ২৮ এপ্রিলের বদলে হবে ১৩ মে। এমন আরও বেশ কিছু বিষয়ের পরীক্ষার দিন বদল হয়েছে।

দমদমের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশের ছাত্রী দোলন রায় বলে, ‘‘নতুন সূচি অনুযায়ী দু’টি পরীক্ষার মাঝে ছুটি বেশি পেয়েছি। তাই প্রস্তুতি ভাল হবে। এটা ভাল দিক। তবে, এত দিন ধরে পরীক্ষা চলবে ভেবে একটু হতাশও লাগছে। পরীক্ষা তাড়াতাড়ি মিটে গেলেই তো ভাল হত।’’

টালিগঞ্জ এলাকার এক পরীক্ষার্থীর অভিভাবক কৌশিক মিত্র আবার আশঙ্কা করছেন, এত দীর্ঘ সময় পরীক্ষা চলায় আবার করোনার চতুর্থ ঢেউ চলে আসবে না তো? কৌশিকবাবু বলেন, ‘‘ইতিমধ্যেই চিনে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। অতিমারির প্রথম ঢেউ কিন্তু ওই দেশ থেকেই শুরু হয়েছিল। এপ্রিলের শেষে ফের করোনা সংক্রমণ বাড়বে না তো?’’ তাঁর মতে, দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা মার্চে নিয়ে নিলেই ভাল হত। এখন পরীক্ষা পিছিয়ে এপ্রিলের শেষে হওয়ায় কেউই জানেন না, সেই সময়ে কেমন থাকবে করোনা পরিস্থিতি। কারও কারও প্রশ্ন, করোনা আবার বাড়লে অফলাইন পরীক্ষা ফের বাতিল হয়ে যাবে না তো?’’

যদিও বেশির ভাগ ছাত্রছাত্রীই মনে করছে, মার্চে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা না হয়ে ভালই হয়েছে। কারণ, প্রথম সিমেন্টার হয়েছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। তার পরপরই মার্চে দ্বিতীয় সিমেস্টার হলে পাঠ্যক্রমই শেষ হত না।

তবে সিআইএসসিই বোর্ডের অধীনস্থ স্কুলগুলির অধ্যক্ষদের মতে, জয়েন্ট এন্ট্রান্স (মেন)-এর সঙ্গে সংঘাত এড়াতে পরীক্ষার যে সূচি বানানো হয়েছে, তাতে
পরীক্ষার্থীদের সুবিধাই হবে। রামমোহন মিশন স্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস বলেন, ‘‘অন্য সব পরীক্ষার সূচির কথা মাথায় রেখেই আইএসসি পরীক্ষার পরিবর্তিত সূচি তৈরি করা হয়েছে। পরীক্ষার্থীদের চিন্তার কোনও কারণ নেই।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen