বঙ্গে SSC দিতে ডবল ইঞ্জিন রাজ্যের পড়ুয়ারা, কী বললেন শিক্ষামন্ত্রী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: আজ, রবিবার, ১৪ সেপ্টেম্বর এসএসসির (SSC) একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হল। আবেদনকারীর মধ্যে ১৩,৫১৭ জন ভিন রাজ্যের পরীক্ষার্থী। মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে এসেছিলেন তাঁরা। যা নিয়ে নাম না-করে ডবল ইঞ্জিন সরকার তথা বিজেপিকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
এদিন পরীক্ষা শেষে সাংবাদিক বৈঠকে কমিশনকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি নাম না-করে আক্রমণ করেন বিজেপিকে। ডবল ইঞ্জিন সরকার নিয়ে যেসব গালভরা মন্তব্য শোনা যায়, তা কতোটা সত্যি তা তথ্য দিয়ে পরোখ করে নিতে বলেন ব্রাত্য। তিনি বলেন, “ডবল ইঞ্জিন সরকারের সাফল্য বা ব্যর্থতা আসলে কতোটা, এই তথ্য থেকে আপনারা তার হিসাব পাবেন। বাংলা বরাবর সকলকে আপন করে নিল। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বিভাজন করেন না। আমাদের রাজনৈতিক দলের লোকেরাও লাঠি নিয়ে তেড়ে যায়নি। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন! কোনওদিন পশ্চিমবঙ্গ নিয়ে কোনও বিতর্ক ছিল না। বিজেপি শাসিত রাজ্যে কেন গালাগাল দেওয়া হচ্ছে জানি না।”
উল্লেখ্য, ৭ তারিখ নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাইরের রাজ্য থেকে বাংলায় পরীক্ষা দিতে এসেছিলেন ৩১, ৩৬২ জন। অধিকাংশই ছিলেন বিহার, উত্তরপ্রদেশ থেকে। এই পরিসংখ্যানের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর প্রশ্ন, কীভাবে ডবল ইঞ্জিন সরকার নিয়ে বড় বড় কথা বলেন নেতারা? শিক্ষামন্ত্রী আরও বলেন, “বাইরে থেকে আসলে আমরা চেষ্টা করব, তাঁরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।”