যাদবপুর বিদ্যাপীঠে saraswati-puja এবং হোম-যজ্ঞাদি করবে ছাত্রীরাই

পদ্মফুলের উপর আসীন দেবী সরস্বতীর পরনে সাদা শাড়ি। তাঁর এক হাতে বই ও অন্য হাতে বীণা। এই বছর আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালিত হবে

February 10, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
পুজোয় পুরোহিতের ভূমিকায় ছাত্রীরা, প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরাণ অনুসারে মাঘ শুক্লা পঞ্চমীতে জন্ম হয়ছিল দেবী সরস্বতীর। সেই কারণে প্রতি বছর এই বিশেষ তিথিতে বাগদেবীর আরাধনা করা হয়। এই দিনটি বসন্ত পঞ্চনী নামেও পরিচিত। কারণ পঞ্জিকা অনুসারে এই দিন থেকেই শীতকাল শেষ হয়ে বসন্তকাল শুরু হয়। পদ্মফুলের উপর আসীন দেবী সরস্বতীর পরনে সাদা শাড়ি। তাঁর এক হাতে বই ও অন্য হাতে বীণা। এই বছর আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পালিত হবে।

সামাজিক ও সাংস্কৃতিক ট্যাবু ভেঙে যাদবপুর বিদ্যাপীঠে এবার সরস্বতী পুজো এবং হোম-যজ্ঞাদি করবে ছাত্রীরাই। সেই তালিকায় রয়েছে অব্রাহ্মণ ছাত্রীরাও। প্রাক্তন এক ছাত্র তাদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি নিজেও পুজো করে থাকেন। প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘মেয়েরা এখন বিয়ের পুরোহিত হচ্ছে। পুজোও করছে। তাই আমাদের স্কুলেও তা চালু করার কথা ভাবি। এতে কিছু সামাজিক কুসংস্কারও ভাঙবে।’ দশম শ্রেণির তিন ছাত্রী পুজোর দায়িত্ব পেয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen