সাহসী পোশাক তার স্টাইল স্টেটমেন্ট, ২০২২-এর সেনসেশন উরফির ছবিগুলো দেখেছেন?

পোশাক বিতর্ক থেকে আইনি জটিলতা, বাক-বিতণ্ডা, পাপারাৎজ্জির উপর চটে যাওয়া নানা কারণে শিরোনামে ছিলেন উরফি।

December 29, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

২০২২ সালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন উরফি, সেই সঙ্গে একাধিক বিতর্কেও জড়িয়েছেন উরফি। পোশাক বিতর্ক থেকে আইনি জটিলতা, বাক-বিতণ্ডা, পাপারাৎজ্জির উপর চটে যাওয়া নানা কারণে শিরোনামে ছিলেন উরফি।

বক্ষদেশে ডিজাইনের সাজে উরফি, ছবি সৌজন্যেঃ উরফি জাভেদ ইনস্টাগ্রাম

সাহসী স্টাইলের জন্যেই সুপরিচিত উরফি জাভেদ। ‘সাহসী’ পোশাক পরে প্রতিদিন শিরোনামে থাকেন তিনি।

স্বল্প পোশাকের সাজে উরফি, ছবি সৌজন্যেঃ উরফি জাভেদ ইনস্টাগ্রাম

নিজের পোশাক নিজেই ঠিক করেন উরফি। আয়নার টুকরো দিয়ে তৈরি পোশাক, ফোন ঝুলিয়ে, গায়ে ফুল আটকে, তার জড়িয়ে, লাইট লাগিয়ে বারবার জনসমক্ষে আসেন উরফি।

তোয়ালের সাজে উরফি, ছবি সৌজন্যেঃ উরফি জাভেদ ইনস্টাগ্রাম

পাশাপাশি আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার জন্যে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন উরফি। অশ্লীল আচরণের জন্য এক আইনজীবী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

উন্মুক্ত বক্ষদেশে উরফি, ছবি সৌজন্যেঃ উরফি জাভেদ ইনস্টাগ্রাম

উরফি জাভেদ প্রখ্যাত লেখক চেতন ভগতের সঙ্গে কিছুদিন আগে ঝামেলায় জড়িয়েছিলেন।

বক্ষদেশে স্মার্টফোনের সাজে উরফি, ছবি সৌজন্যেঃ উরফি জাভেদ ইনস্টাগ্রাম

একদল কিশোর-কিশোরী উরফির ফোন নম্বর জোগাড় করে তাকে অবিরাম ফোন করে শুধু গালাগালি দিয়েছে।

সমুদ্রতটে খোলামেলা পোশাকে উরফি, ছবি সৌজন্যেঃ উরফি জাভেদ ইনস্টাগ্রাম

‘বিগ বস ১৩’-এর প্রতিযোগী হিন্দুস্তানি ভাউ-এর সঙ্গেও বিতণ্ডায় জড়িয়েছিলেন উরফি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen