হরিয়ানায় সাব-ইনস্পেক্টরকে পিটিয়ে খুন, BJP শাসিত রাজ্যে অসুরক্ষিত খোদ পুলিশই! উঠছে প্রশ্ন

November 7, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৭: বিজেপি শাসিত হরিয়ানায় সুরক্ষিত নয় খোদ পুলিশই! হরিয়ানার ধনি শ্যামলাল এলাকায় বৃহস্পতিবার রাতে পিটিয়ে খুন করা হল সাব-ইনস্পেক্টর রমেশ কুমারকে। হরিয়ানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের বাড়ির সামনে একদল যুবকের হট্টগোল থামাতে গিয়ে প্রাণ হারান তিনি।

পুলিশ সুপার শশাঙ্ককুমার সাওয়ান জানান, রাতে রমেশ কুমারের বাড়ির সামনে কয়েকজন যুবক উচ্চস্বরে হইচই করছিলেন। পরিস্থিতি শান্ত করতে রমেশ বাইরে বেরিয়ে আসেন। কিন্তু তখনই ওই যুবকেরা তাঁর উপর চড়াও হন। অভিযোগ, তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। এমনকি মাথায় ইট ছুড়ে মারা হয়। গুরুতর জখম অবস্থায় রক্তাক্ত রমেশকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তেরা।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রমেশের পরিবার তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই ১০ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তাদের মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই স্থানীয় বাসিন্দা। ঘটনার পর তাদের একটি গাড়ি ও একটি স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্ত চলছে, বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen