মহালয়া থেকে দীঘার জগন্নাথ মন্দিরে দুর্গা জ্ঞানে পূজিতা হচ্ছেন সুভদ্রা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: দীঘার জগন্নাথ মন্দিরে চলছে বিশেষ পুজো। দুর্গা হিসেবে পূজিতা হচ্ছেন সুভদ্রা। মহালয়া থেকে সুভদ্রাকে দুর্গা জ্ঞানে পুজো করা হচ্ছে। দশমী অবধি এই বিশেষ পুজো চলবে। প্রথম দুর্গোৎসব উপলক্ষ্যে দীঘার জগন্নাথ মন্দিরে নানা আয়োজন করা হয়েছে। জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি সাজিয়ে তোলা হয়েছে। দশমী পর্যন্ত প্রতিদিন আলাদা তিন ভাইবোনকে নতুন বস্ত্র পরানো হবে।
আলোয় সেজে উঠেছে মন্দির। বিশেষ ভোগও নিবেদন করা হবে। জগন্নাথ-বলরাম-সুভদ্রার পাশাপাশি দেবী বিমলার মন্দিরেও দশমী পর্যন্ত বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের আশা, পুজোর দিনগুলিতে বহু দর্শনার্থী ভিড় করবেন মন্দিরে। পুজোর সময় দীঘায় নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
দেবী সুভদ্রা দুর্গার আর একটি রূপ। তাই মন্দিরে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। দেবী বিমলাও দুর্গার একটি রূপ। উৎসবের ক’দিন দেবী বিমলাকেও দুর্গা হিসেবে পুজো করা হবে। বৈষ্ণব নিয়মনীতি মেনে দুর্গাপুজো হচ্ছে মন্দিরে। সারাদিন নিয়ম মেনে পুজোপাঠ, কীর্তন, নামগান ও ভোগ বিলির ব্যবস্থা করা হয়েছে।