বুধে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু, অবশেষে দিন ঘোষণা NASA-র

June 24, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪৯: অ্যাক্সিয়ম-৪ অভিযানের নতুন তারিখ ঘোষণা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামীকাল, বুধবার মহাকাশে পাড়ি দেবেন মহাকাশচারী শুভাংশু শুক্লা। ইতিমধ্যেই সাতবার পিছিয়ে গিয়েছে এই মহাকাশযাত্রা, অবশেষে ২৫ জুন নির্ধারিত হয়েছে দিন।

আমেরিকার ফ্লোরিডা থেকে স্পেসএক্স নির্মিত ড্রাগন মহাকাশযানে চড়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাবেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। ঠিক হয়েছিল ২৫ মে এই অভিযান শুরু হবে। পরে তা পিছিয়ে ৮ জুন হয়। বার বার বিলম্বিত হয় যাত্রা। অবশেষে দিন ধার্য হয়েছিল ২২ জুন। সেটিও পিছিয়ে যায়। এবার ২৫ জুন রওনা দেবেন শুভাংশুরা।

নাসা জানিয়েছিল, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এভেজদা সার্ভিস মডিউলে সদ্য মেরামতি হয়। সবকিছু ঠিকঠাক চলছে কিনা দেখার জন্যেই যাত্রা বিলম্বিত হচ্ছিল। এবার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হল।

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই অভিযানের মাধ্যমে
শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড, হাঙ্গেরির দুই নভোচর তাঁর সঙ্গে থাকবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen