মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়

এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে মা ও শিশু সুস্থ আছে।

September 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ-শুভশ্রীর ঘরে এল নতুন সদস্য। বাবা হলেন পরিচালক রাজ চক্রবর্তী। শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজের স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। এদিন দুপুর দেড়টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। নাম রাখলেন যৌবন চক্রবর্তী। হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে মা ও শিশু সুস্থ আছে।

২০১৮ সালের মে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। তাঁরা টলিউডের সেলেব কাপল। এবছর ১১ মে দ্বিতীয় বিবাহবার্ষিকী সেলেব দম্পতি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সেসময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর থেকে রাজ এই কয়েক মাসে শুভশ্রীর বেবি বাম্পের ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন।

এরই মাঝে কিছুদিন আগে করোনা আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তী। পাশাপাশি তাঁর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তীর হঠাৎ মৃত্যু হয়। দুঃসময় কাটিয়ে রাজের পরিবারে এবার খুশির আমেজ। নতুন সদস্য এল রাজ-শুভশ্রীর পরিবারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen