অক্ষয়কুমারের ‘রামসেতু’ নিয়ে আইনি নোটিস পাঠালেন বিজেপি সাংসদ
বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছেন, অধিকাংশ ক্ষেত্রে বলিউড ছবিতে মিথ্যাচার করা হয়।
August 29, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

একের পর এক পৃথ্বীরাজ, রক্ষাবন্ধনেই মতি সিনেমাগুলি ফ্লপের পর সুপারস্টার অভিনেতা অক্ষয়কুমার (Akshay Kumar) নতুন বিপাকে পড়লেন আইনি জটিলতায় জড়িয়ে। বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) তাঁর পরের ছবি ‘রাম সেতু’ নিয়ে আইনি নোটিস পাঠালেন।
রামেশ্বরমেরে সেতুবন্ধ নিয়ে যে পৌরাণিক কাহিনী আছে, তার বাস্তব অস্তিত্বও আছে কি না, তাই হল এই হিন্দি ছবির মূল বিষয়। এই সিনেমায় পুরাতাত্ত্বিকের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়কুমার। বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করেছেন, অধিকাংশ ক্ষেত্রে বলিউড ছবিতে মিথ্যাচার করা হয়। তিনি অভিযোগ তুলেছেন, রাম সেতু (Ram Setu) সিনেমায় ভুল তথ্য আছে, এবং তাই তিনি আইনি নোটিস পাঠিয়েছেন।