ইউপিএসসিতে কলকাতার দুই কৃতীর সাফল্যের রহস্য কী? শুনুন তাদের মুখেই

আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী নেহা প্রথমবার পরীক্ষা দিয়েই নেহা উত্তীর্ন হয়েছে এবং অন্যদিকে চার্টার্ড অ্যাকাউট্যান্ট রৌনকের সাফল্য এসেছে তৃতীয়বারের প্রচেষ্টায়।

August 10, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের হবু আমলদের শীর্ষ তালিকায় রয়েছে বাংলার নামও। কলকাতার দুই কৃতী পড়ুয়া রৌনক আগরওয়াল এবং নেহা বন্দোপাধ্যায় জাতীয় তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। তালিকায় ১৩ নম্বরে রয়েছে রৌনক আগরওয়াল এবং ২০ নম্বরে রয়েছে নেহা বন্দোপাধ্যায়। আইআইটি খড়গপুরের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী নেহা প্রথমবার পরীক্ষা দিয়েই নেহা উত্তীর্ন হয়েছে এবং অন্যদিকে চার্টার্ড অ্যাকাউট্যান্ট রৌনকের সাফল্য এসেছে তৃতীয়বারের প্রচেষ্টায়।

কলকাতার এই দুই কৃতীর সাফল্যের রহস্য কী? শুনুন তাদের মুখেই:

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen