সুচেতনা থেকে সুচেতন, গর্বের মাসে সাহসী ঘোষণা বুদ্ধ-আত্মজের
সুচেতনা থেকে সুচেতন হতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান
June 21, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুচেতনা থেকে সুচেতন হতে চান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, সুচেতনা ভট্টাচার্য। মননে সুচেতনা নিজেকে রূপান্তরকামী পুরুষ ভাবতেন। এবার শারীরিকভাবেও পুরুষ হয়ে উঠতে চান তিনি। লিঙ্গ পরিবর্তনের জন্যে প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা পরামর্শ নিচ্ছেন তিনি। তাঁর এই ঘোষণায় এলজিবিটিকিউ+ আন্দোলন নতুন করে জোয়ার পেল বলে মনে করছেন শহরের রূপান্তরকামীরা। যদিও সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে দু’রকম প্রতিক্রিয়া চোখে পড়ছে, কেউ তীর্যক মন্তব্য করছেন আবার কেউ কেউ কুর্নিশ জানাচ্ছেন তাঁর সিদ্ধান্তকে।