চতুর্থীর সন্ধ্যায় আচমকা বৃষ্টির হানা, তবু উৎসবের ছন্দে অটুট কলকাতা

September 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪৫: চতুর্থীর সকালটা ছিল শান্ত, রোদ ঝলমলে পরিবেশ। শহরবাসী হয়ত ভেবেছিল পুজোর দিনটা বুঝি বৃষ্টিমুক্তই কাটবে। কিন্তু সন্ধ্যা নামতেই বদলে গেল ছবিটা। বাংলাদেশ থেকে ধেয়ে আসা মেঘপুঞ্জ ঢুকে পড়ল বাংলার আকাশে, আর তার জেরেই চতুর্থীর সন্ধ্যায় প্রবল বৃষ্টির সাক্ষী থাকল কলকাতা। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জারি করেছে কমলা সতর্কতা।

প্রথমে উত্তর ২৪ পরগনা, বসিরহাট, হাওড়া-এইসব অঞ্চলে শুরু হয় বৃষ্টি। ধীরে ধীরে সেই মেঘের দল অগ্রসর হয় ভাঙড়, নিউটাউন, সল্টলেক হয়ে কলকাতার দিকে। শহরের বিভিন্ন প্রান্তে ফের দেখা যায় প্রবল বর্ষণের ছবি। পূর্বাভাস বলছে, দক্ষিণ ২৪ পরগনায় কিছু সময় ধরে ভারী বৃষ্টি চলবে।

দিনভর বৃষ্টি না থাকায় সন্ধ্যায় শহরের একাধিক পুজো মণ্ডপে ঠাকুর দেখার ঢল নামে। বহু জায়গায় লম্বা লাইনও চোখে পড়ে। কিন্তু আচমকা বৃষ্টিতে দর্শনার্থীরা পড়ে যান চাপে। বাইপাস সংলগ্ন একাধিক এলাকায় জল জমে যায়, সেক্টর ফাইভেও একই ছবি। এদিনও ছিল অফিস খোলা, ফলে অফিস ফেরত বহু মানুষকে বৃষ্টির মধ্যে ভিজে বাড়ি ফিরতে হয়।

আবহাওয়ার এই খামখেয়ালিপনা শহরবাসীর উৎসাহে একটুও প্রভাব পড়েনি। ছাতা, রেইনকোট, কিংবা ভিজে জামাকাপড় সামলে উৎসবের ছন্দে ঠাকুর দেখার তাগিদে এগিয়ে চলেছে কলকাতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen