মোদী আমলে দেশে বাড়ছে মাদকাসক্তির জেরে আত্মহত্যা! ভিন্ন ছবি বঙ্গে
মোদী জমানায় গোটা দেশে মাদকাসক্তদের মধ্যে আত্মহত্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৪: মোদী জমানায় গোটা দেশে মাদকাসক্তদের মধ্যে আত্মহত্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানেই উল্টো ছবি বাংলায়। ২০১৮ থেকে ২০২২; এই পাঁচ বছরে সারা দেশে মাদকাসক্তির কারণে আত্মহত্যার সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
৭,১৯৩ থেকে ১১, ৬৩৪! কেন্দ্রের তথ্য বলছে, গোটা দেশের নিরিখে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভাল।
লাফিয়ে লাফিয়ে বেড়েছে মাদকের জেরে আত্মহত্যার সংখ্যা। মঙ্গলবার সংসদে এই পরিসংখ্যান পেশ করেছে সামাজিক ন্যায়বিচার মন্ত্রক। নেশার কবলে আত্মহত্যার ঘটনায় দেশে শীর্ষে থাকা তিনটি রাজ্যের মধ্যে দু’টিই বিজেপি শাসিত। ২০২২ সালে নেশার জেরে আত্মহত্যার সংখ্যার নিরিখে দেশে প্রথম তিনে রয়েছে, বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। বাংলার ক্ষেত্রে চিত্রটা উল্টো। অধিকাংশ রাজ্যে যেখানে মাদকাসক্তির জেরে আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পেয়েছে, বাংলায় এই সংখ্যা ক্রমে হ্রাস পেয়েছে। ২০২১ ও ২০২২ সালে বাংলায় মাদকাসক্তির জেরে আত্মহত্যার কোনও ঘটনা ঘটেনি!
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় একাধিক সামাজিক সংস্কারমূলক কর্মসূচি রয়েছে। তারই ইতিবাচক প্রভাব এক্ষেত্রে দেখা যাচ্ছে। স্কুল ছুটের সংখ্যা, বেকারত্ব কমলে স্বাভাবিক নিয়মেই মাদকাসক্তির প্রবণতা কমতে থাকে। বাংলার এই ইতিবাচক ছবিই কেন্দ্রের রিপোর্টে স্পষ্ট হয়েছে।
লোকসভায় সমাজবাদী পার্টির সাংসদ মহিবুল্লা এবং টিডিপির সাংসদ বিকে পার্থসারথির প্রশ্নের উত্তরে লোকসভায় পরিসংখ্যান পেশ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিএল ভার্মা। মাদকাসক্তির কারণে সারা দেশে ২০১৮ সালে ৭,১৯৩ , ২০১৯ সালে ৭,৮৬০, ২০২০ সালে ৯,১৬৯ জন আত্মহত্যা করেছেন। ২০২১ এবং ২০২২ সালে যথাক্রমে ১০,৫৬০ ও ১১,৬৩৪ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। প্রশ্ন উঠছে, ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকার যেসব নেশামুক্তি কর্মসূচি চালু করেছে, সেগুলোর কি বাস্তবায়ন হচ্ছে না? নাকি সেগুলো নিষ্ফলা!