ভাঁড়ে মা ভবানী? টাকা চাইতে দিল্লি ছুটলেন বঙ্গবিজেপির নেতারা?
দিল্লিতে পৌঁছেছেন বঙ্গবিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। আজকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির জন্য টাকা চাইবেন তারা, এরকমই জানা গেছে।
June 17, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপি দেশের সব থেকে ধনী রাজনৈতিক দল।আর সেই দলের বঙ্গব্রিগেডের নাকি পকেট খালি? রাজ্য বিজেপির তহবিল ভরতেই নাকি নেতারা দিল্লি গেছেন কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে দেখা করতে, এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষোয়।
জানা যাচ্ছে অর্থসঙ্কটে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন বা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালাতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে বিজেপি। দিল্লিতে পৌঁছেছেন বঙ্গবিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। আজকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির জন্য টাকা চাইবেন তারা, এরকমই জানা গেছে।