IIT Kharagpur: ভারতের প্রাচীনতম আইআইটির শীর্ষপদে বাঙালি অধ্যাপক, জেনে নিন তাঁর পরিচয়

প্রায় ছ’মাস পর স্থায়ী ডিরেক্টর পেল IIT খড়গপুর। ডিরেক্টর পদে বসলেন প্রতিষ্ঠানেরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বর্ষীয়ান অধ্যাপক সুমন চক্রবর্তী।

June 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতের প্রাচীনতম আইআইটির শীর্ষপদে স্থায়ী ডিরেক্টর নিয়োগ হল। প্রায় ছ’মাস পর স্থায়ী ডিরেক্টর পেল IIT খড়গপুর। ডিরেক্টর পদে বসলেন প্রতিষ্ঠানেরই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বর্ষীয়ান অধ্যাপক সুমন চক্রবর্তী। পাঁচ বছরের জন্য IIT খড়গপুরের দায়িত্ব সামলাবেন এই বাঙালি অধ্যাপক।

গত বছরের ৩১ ডিসেম্বর অধ্যাপক বীরেন্দ্রকুমার তেওয়ারির মেয়াদ শেষ হয়। তারপর থেকে এই গুরুত্বপূর্ণ পদটি খালি ছিল। সেই সময় খড়্গপুরে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন আইআইটি (বিএইচইউ) বারাণসীর অধিকর্তা অধ্যাপক অমিত পাত্র। এবার স্থায়ী ডিরেক্টর হলেন সুমন চক্রবর্তী। জানা যাচ্ছে, সুমন বাবুর সঙ্গে খড়্গপুর আইআইটির সম্পর্ক দুই দশকেরও বেশি পুরনো। ২০০২ সালে তিনি সেখানে যোগ দেন অধ্যাপক হিসেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এই বিজ্ঞানী ফ্লুইড মেকানিকস ও থার্মাল সায়েন্সে বিশেষজ্ঞ হলেও, তাঁর কাজ শুধুই গবেষণাগারে আটকে থাকেনি। বাস্তব জীবনের সমস্যার সমাধানে নানা উদ্ভাবন তাঁকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি।

করোনাকালে ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডলের সঙ্গে যৌথভাবে তৈরি করেছিলেন ‘কোভির্যাপ’, যা হল স্বল্পমূল্যের কোভিড পরীক্ষার কিট। রক্তাল্পতা নির্ণয়ে তাঁর তৈরি করা ‘হিমো অ্যাপ’, যাতে খরচ মাত্র ১ টাকা। এমনকী মহিলাদের জন্য বাড়িতে থেকে যোনিপথের সংক্রমণ পরীক্ষার প্রযুক্তিও উদ্ভাবন করেছেন তিনি।

গত বৃহস্পতিবার, ১৯ জুন খড়্গপুরের রেজিস্ট্রার ক্যাপ্টেন অমিত জৈন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু IIT খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অধ্যাপক সুমন চক্রবর্তীকে এই প্রতিষ্ঠানের স্থায়ী ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন। ফলে প্রায় ছ’মাস পর স্থায়ী ডিরেক্টর বা অধিকর্তা পেল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen