মধু সংগ্রহের টার্গেট ছাপিয়ে গেলেন সুন্দরবনের মৌলিরা

১৫ মেট্রিক টন মধু সংগ্রহ করে এনেছেন তাঁরা। গতবার অর্থাৎ ২০২৩ সালে ১৭ মেট্রিক টন মধু সংগ্রহ করেছিলেন তাঁরা।

June 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
মধু সংগ্রহের টার্গেট ছাপিয়ে গেলেন সুন্দরবনের মৌলিরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জলে কুমির, ডাঙায় রয়েল বেঙ্গল টাইগার! পদে পদে বিপদ। চারদিক ঘিরে ঘন জঙ্গল তাও প্রাণের ঝুঁকি নিয়েও মধু সংগ্রহ করেন মৌলিরা। চলতি বছর তাঁরা টার্গেট টপকে গেলেন। দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ ১০ মেট্রিক টন অর্থাৎ ১০ হাজার কেজি মধু সংগ্রহ করে আনার টার্গেট দিয়েছিল মধু সংগ্রহকারীদের। দেখা গেল, মৌলিরা লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছেন। ১৫ মেট্রিক টন মধু সংগ্রহ করে এনেছেন তাঁরা। গতবার অর্থাৎ ২০২৩ সালে ১৭ মেট্রিক টন মধু সংগ্রহ করেছিলেন তাঁরা।

রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জের জঙ্গলে প্রাকৃতিক মধু সংগ্রহ করতে চলতি বছর ৯১টি দলকে অনুমতি দিয়েছিল দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ। ৪৩০ মৌলি দলে ছিলেন। মার্চের শেষ থেকে বিভিন্ন জঙ্গলে চলে যান তাঁরা এবং মধু সংগ্রহ করেন। বনবিভাগ তরফে জানা গিয়েছে, রায়দিঘি রেঞ্জ থেকে এবার সবথেকে বেশি মধু পাওয়া গিয়েছে। এবার ‘বি’ ক্যাটাগরির মধু বেশি মিলেছে। প্রাকৃতিক পরিবেশ অনুকূল থাকায় লক্ষ্যমাত্রার থেকে বেশি মধু পাওয়ার প্রত্যাশা ছিলই, বাস্তবে তাই-ই মিলেছে। ‘এ’ ক্যাটাগরির মধু কেন বেশি পাওয়া গেল না, তা খোঁজ করে দেখা হবে। এ বছরের ১৫ মেট্রিক টন মধু বনদপ্তরের অধীনে থাকা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কিনে নিয়েছে। প্যাকেজিংয়ের পর তা বাজারে বিক্রি হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen