বিরাট-অনুষ্কাকে নিয়ে গাভাসকরের মন্তব্যে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

বিরাট-অনুষ্কাকে নিয়ে গাভাসকরের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বর্ষীয়ান ক্রিকেটারের মন্তব্য ‘অশালীন’ বলে তোপ দেগেছেন নেটিজেনরা।

September 25, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

৮৩-তে লোকেশ রাহুল। ক্যাচ ফস্কালেন বিরাট কোহলি। ৮৯-তে লোকেশ রাহুল, ফের ক্যাচ মিস করলেন RCB অধিনায়ক। ফল? চলতি IPL-এর প্রথম শতরান এবং ভারতীয় ব্যাটসম্যান হিসেবে IPL-এ সর্বোচ্চ ১৩২ নট আউট করেন কিংস ইলেভন পঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভন পঞ্জাব ম্যাচ শেষে প্রশ্ন উঠছে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। এমন সময়ে ক্যাপ্টেন কোহলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। বিরাট-অনুষ্কাকে নিয়ে গাভাসকরের মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বর্ষীয়ান ক্রিকেটারের মন্তব্য ‘অশালীন’ বলে তোপ দেগেছেন নেটিজেনরা।

কী বলেছেন সুনীল গাভাসকর? সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, RCB vs KXIP ম্যাচ চলাকালীন কমেন্ট্রিতে গাভাসকর বলেন, ‘লকডাউনে মনে হচ্ছে অনুষ্কার সঙ্গে বল নিয়ে ট্রেনিং করেছেন বিরাট!’ লোকেশ রাহুলের ব্যাটিংয়ের সময় বিরাটের ক্যাচ মিস প্রসঙ্গে এই মন্তব্য করেন গাভাসকর। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র হইচই তৈরি হয়েছে।

নেটিজেনদের মতে, বিরুষ্কাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন সুনীল গাভাসকর। আবার লিটল মাস্টারের ফ্যানেদের মতে, মুম্বইয়ে নিজেদের বাড়ির বাইরে ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ খেলেছিলেন বিরাট-অনুষ্কা। গাভাসকর ওই প্রসঙ্গেই কটাক্ষ-মন্তব্য করেন।

কিংস ইলেভন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির ক্যাচ মিস ছাড়াও ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামা নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এছাড়াও আকাশে তুলে মারতে গিয়ে আউট হন বিরাট। সেই শট নিয়েও অবাক ক্রিকেট ফ্যানেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen