পিজিতে ‘সুপার’ ক্যান্সার হাব, জানুয়ারিতে শুরু হাইটেক চিকিৎসা পরিষেবা

November 26, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:২১: আগামী বছরই চালু হচ্ছে এসএসকেএম হাসপাতালের বহু প্রতীক্ষিত ‘সুপার’ ক্যান্সার হাব (‘Super’ Cancer Hub)। জানুয়ারি ২০২৬-এ আউটডোর ভিত্তিক পরিষেবা শুরু করার লক্ষ্য স্থির করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বছর ঘুরতেই পূর্ণমাত্রায় চালু হবে ইনডোর বা আইপিডি পরিষেবা, এমনটাই জানালেন পিজির ক্যান্সার হাবের চেয়ারম্যান অধ্যাপক অলোক ঘোষ দস্তিদার (Aloke Ghosh Dastidar)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণার পরই রাজ্যে দু’টি সরকারি ‘হাইটেক’ ক্যান্সার হাসপাতাল (high-tech treatment) তৈরির উদ্যোগ শুরু হয়েছিল। এর প্রথমটি তৈরি হচ্ছে পিজিতে, দ্বিতীয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। টাটা মেমোরিয়াল ক্যান্সারের সহযোগিতায় তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিকাঠামো। পিজির চিকিৎসক এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের শীঘ্রই মুম্বইয়ে প্রশিক্ষণে পাঠানো হবে বলেও হাসপাতাল সূত্রে খবর।

পিজি সূত্রের দাবি, ২০২৬ সালের প্রথমার্ধেই ক্যান্সার হাব ভবনের প্রথম দুটি তলায় আউটডোর ও রেডিয়োথেরাপি পরিষেবা শুরু হবে। বাকি আটটি তলার কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। ধাপে ধাপে এই ভবনেই স্থানান্তরিত হবে ইনডোর, ডে কেয়ার এবং কেমোথেরাপি ইউনিট, যা বর্তমানে চলছে কলকাতা পুলিশ হাসপাতালে।

নতুন ক্যান্সার হাবের অন্যতম বিশেষত্ব হলো অঙ্গভিত্তিক পৃথক আউটডোর। ফুসফুস, হেড অ্যান্ড নেক, সার্ভাইক্যাল, মাসকিউলোস্কেলিটাল- প্রতিটি বিভাগের জন্য আলাদা ওপিডি (OPD) রাখা হচ্ছে।

চিকিৎসার জন্য আসছে লিনিয়ার অ্যাক্সিলারেটর (লাইন্যাক), ব্র্যাকিথেরাপি, সিটি সিম্যুলেটর-সহ একাধিক ডিজিটাল যন্ত্র। ইতিমধ্যেই বিদেশ থেকে আনা দুটি লাইন্যাক, ব্র্যাকিথেরাপি মেশিন এবং সিটি সিম্যুলেটর শহরে পৌঁছেছে। এগুলি পিজির নতুন ভবনে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

এসএসকেএমের (SSKM) এক আধিকারিক জানান, এই উন্নত যন্ত্রপাতির জন্যই খরচ হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা। দুটি লাইন্যাকের দাম ২৬.৫ কোটি করে, সিটি সিম্যুলেটরের দাম প্রায় ৬.২৫ কোটি এবং ব্র্যাকিথেরাপি মেশিনের মূল্য প্রায় ৪.২৫ কোটি। সিভিল ও ইলেকট্রিক্যালসহ নির্মাণ খরচ মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় ছুঁবে প্রায় ১০০ কোটি টাকা।

চিকিৎসকদের ব্যাখ্যা, লাইন্যাক অত্যন্ত নিখুঁতভাবে আক্রান্ত কোশে রেডিয়েশন পৌঁছে দিতে পারে, ফলে আশেপাশের সুস্থ কোশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম। ব্র্যাকিথেরাপির ক্ষেত্রে রেডিয়েশন দেওয়া হয় সরাসরি লক্ষস্থানের অভ্যন্তরে। কোন রোগীর ক্ষেত্রে ঠিক কতটা রেডিয়েশন প্রয়োজন, তা নির্ধারণে সাহায্য করবে সিটি সিম্যুলেটর। ২০২৬ সালের শুরুতেই ‘সুপার’ ক্যান্সার হাব চালু হয়ে গেলে রাজ্যের ক্যান্সার চিকিৎসায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen