সুপার কাপের শুভ সূচনা, জেমি ম্যাকলারেনের জোড়া গোলে চেন্নাইয়িনকে হারাল মোহনবাগান

October 25, 2025 | < 1 min read
Published by: Rabiul Islam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: অধরা ট্রফির খোঁজে সুপার কাপে অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্টস। জাতীয় পর্যায়ের একমাত্র প্রতিযোগিতা যেখানে এখনও ট্রফি জেতা হয়নি, সেই সুপার কাপেই এবার চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে প্রবল বৃষ্টির মধ্যেও ২-০ ব্যবধানে জয় পায় জুয়ান ফেরান্দোর দল।

খেলা শুরুর পরই চেন্নাই আক্রমণে ঝাঁপায়। দ্বিতীয় মিনিটেই ফ্রিকিক পায় তারা, তবে মোহনবাগান রক্ষণভাগ সতর্ক ছিল। বৃষ্টিভেজা মাঠে বল নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছিল দুই দলই। ৯ মিনিটে মনবীর সিংয়ের শট ও লিস্টন কোলাসোর প্রচেষ্টা গোলমুখ খুলতে পারেনি। তবুও লিস্টনের ব্যাক হিলে তৈরি হয় গোলের সুযোগ — সেটিই কাজে লাগান জেমি ম্যাকলারেন। ৩৮ মিনিটে তাঁর নিখুঁত ফিনিশিংয়ে ১-০ এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় সেই ব্যবধানেই।

দ্বিতীয়ার্ধে বৃষ্টি থামলেও খেলার গতি খুব একটা বাড়েনি। ৫২ মিনিটে অনিরুদ্ধ-ম্যাকলারেন জুটি আরও একবার চেন্নাই রক্ষণে চাপ তৈরি করে। কিছুক্ষণ পরই আবারও গোলের সামনে উপস্থিত হন অজি স্ট্রাইকার। ৬৭ মিনিটে মনবীর সিংয়ের ক্রস থেকে জোড়া গোল পূর্ণ করেন তিনি।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেললেও চেন্নাইয়িন এফসি তেমন কোনও বড় সুযোগ তৈরি করতে পারেনি। অপরদিকে, জেমি ম্যাকলারেনের জোড়া গোল, লিস্টন-মনবীরের ধারাবাহিক দৌড় আর শুভাশিসের দৃঢ়তা— সব মিলিয়ে এক আত্মবিশ্বাসী সূচনা করল মোহনবাগান সুপার জায়ান্টস। এখন দেখার, অধরা ট্রফি এবার কতটা কাছে টানতে পারে জুয়ান ফেরান্দোর দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen