ওড়িশা এফসিকে ছাড়াই সুপার কাপ! চ্যাম্পিয়ন দল পাবে এএফসির টিকিট

September 13, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: ভারতের ফুটবল মরশুমের শুরুতেই এবার হতে চলছে সুপার কাপ। সাধারণত বেশ কয়েক বছর ধরে মরশুমের শেষে অনুষ্ঠিত হলেও, এবার মরশুমের শুরুতেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। তবে এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হয়েছে প্রায় সব আইএসএল ক্লাব, শুধুমাত্র ওড়িশা এফসি বাদে।

এআইএফএফ-এর এক শীর্ষ কর্মকর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “ওড়িশা ছাড়া আইএসএলের বাকি ১২টি ক্লাব সুপার কাপে খেলার জন্য মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। আমরা তাদের আরও কয়েকদিন সময় দিয়েছি। তার পরেই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।”

এবারের সুপার কাপ অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর থেকে ২২ নভেম্বর পর্যন্ত। ১৬ দলের এই প্রতিযোগিতায় আইএসএলের সব ক্লাবের পাশাপাশি অন্তত তিনটি আই-লিগ দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। যদি কোনো আইএসএল ক্লাব সরে দাঁড়ায়, তাহলে সেই জায়গা পূরণ করবে অতিরিক্ত আই-লিগ দল।

এআইএফএফ আরও ঘোষণা করেছে যে, সুপার কাপের চ্যাম্পিয়ন দলকে ২০২৬-২৭ মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (ACL 2) প্লে-অফে খেলার সুযোগ দেওয়া হবে। তবে এর জন্য ক্লাবটির প্রিমিয়ার ১ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। গত মরশুমে সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলেছিল এফসি গোয়া, যারা পরে মূল গ্রুপ পর্বেও যোগ্যতা অর্জন করে।

নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনও ভারতীয় ক্লাব ACL 2 প্লে-অফে ব্যর্থ হয়, তবে তারা সরাসরি এএফসি চ্যালেঞ্জ লিগ (ACGL)-এ অংশ নেবে। এটি এশিয়ার ক্লাব প্রতিযোগিতার তৃতীয় স্তর এবং ACL 2-এর এক ধাপ নিচে। এর ফলে ভারতীয় ক্লাবগুলো মহাদেশীয় প্রতিযোগিতা থেকে বাদ না পড়ে ধারাবাহিকভাবে খেলতে পারবে।

আইএসএল মরশুম শুরু কিছুটা বিলম্বিত হওয়ায় এআইএফএফ-এর এই উদ্যোগ ক্লাবগুলিকে প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ করে দেবে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারীর শুরুতে নতুন আইএসএল মরশুম শুরু হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen