পুদুচেরির উপকূলে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘নিভার’, জারি সতর্কতা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিভারের মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হয়েছে।

November 25, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

পুদুচেরির উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় ‘নিভার’-এর (Nivar)। তার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সাহায্যের আশ্বাস দিয়েছেন। এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা টেলিফোনে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানিয়েছেন নারায়ণস্বামী। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হওয়ায় ঘূর্ণিঝড় নিভারের শক্তি বেড়েছে। বুধবার বিকেলে শক্তি আরও বাড়িয়ে তা তামিলনাড়ু ও পুদুচেরির উপকূল অতিক্রম করবে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে।   ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। মঙ্গলবার থেকেই তামিলনাড়ু (Tamil Nadu) ও পুদুচেরির (Puducherry)একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বৃষ্টির প্রকোপ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার পুদুচেরি জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলাশাসক পূর্বা গর্গ জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে মঙ্গলবার রাত ন’টা থেকে বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত সব দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাদপ্তরের তরফে জানানো হয়েছে, মঙ্গল ও বুধবার পুদুচেরির সব স্কুল বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী (Narayanswami) জানিয়েছেন, মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বহুতলের গায়ে লাগানো বিজ্ঞাপনের বোর্ডগুলিও মঙ্গলবার প্রশাসনের নির্দেশে খুলে ফেলা হচ্ছে। সমদ্র সৈকতে পুলিসের নজরদারি বাড়ানো হয়েছে। তামিলনাড়ুর আরকোনাম থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি টিম মঙ্গলবারই পুদুচেরিতে পৌঁছিয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও একটি দল কারাইকালে তৈরি রাখা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিভারের মোকাবিলায় প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen